শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৫:৩১ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল আসাম, ভারত সফর স্থগিত করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে

সাইফুর রহমান : শুক্রবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় দু’দেশের পারস্পারিক আলোচনার মাধ্যমেই এই সফর স্থগিত করা হয়েছে। এনিয়ে শুক্রবার সকাল থেকেই দেশটির সংবাদ মাধ্যমে জল্পনা তৈরি হয়। নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল আসামের গুয়াহাটিতে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেই সফর অনিশ্চিত বলে এদিন সকালে জানিয়েছে জাপানের সংবাদ সংস্থা জিজি প্রেস। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বৃহস্পতিবার জানিয়েছিল, তাদের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য নেই। ইয়ন, এনডিটিভি, আল জাজিরা

শুক্রবার দুপুরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার টুইটবার্তায় আরো জানান, পরবর্তীতে দু’দেশের সুবিধামতো আবারো শিনজোর সফরের দিনক্ষণ নির্ধারণ করা হবে। ১৫ ডিসেম্বর রোববার থেকে তিন দিনের ভারত সফরে আসার কথা ছিল জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের। গত সপ্তাহে এক ঘোষণায় ১৫ থেকে ১৭ ডিসেম্বর তিন দিনের সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচিও ঘোষণা করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও তখন বৈঠকের স্থান নির্দিষ্ট করে জানায় নি তারা।

নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভের পাশাপাশি অগ্নি সংযোগ, পুলিশের গুলি, কারফিউ, মোবাইল-ইন্টারনেট বন্ধের জেরে উত্তাল আসামের বিস্তীর্ণ অঞ্চল। এর আগে বৃহস্পতিবার ভারত সফর বাতিল করেছেন বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী। একই সময়ে এবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সফর স্থগিতের ঘোষণা দিল্লিকে অস্বস্থিতে ফেলছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়