শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৫:১৯ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে ১ হাজার ৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ইউসুফ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি : র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের পৃথক অভিযানে রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর ও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে ১ হাজার ৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ২টি প্রাইভেট কার আটক করা হয়েছে।

র‌্যাব জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুরের চাতাল মার্কেটের সামনে মহাসড়কে কালো রঙের একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশী করে ৩৫৭ বোতল ফেনসিডিল উদ্ধার ও মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম (২৫)কে গ্রেপ্তার করা হয়। সে চুয়াডাঙ্গা জেলা সদরের ঝাঝড়ি বেগমপুর বিলপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে। একই দিন দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৫ নং ফেরী ঘাটের সামনে থেকে নেভি ব্লু রঙের আরেকটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশী করে ৬৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার এবং মাদক ব্যবসায়ী সজীব আহম্মেদ (২৮) ও রুহিন হোসেন বাপ্পী (২৮)কে গ্রেপ্তার করা হয়। সজীব আহম্মেদ চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার মোহাম্মদপুর কেরু আমতলা গ্রামের মৃত নূরুল ইসলাম ওরফে নূরুর ছেলে এবং রুহিন হোসেন বাপ্পী মাগুরা জেলা সদরের গাংনালীয়া গ্রামের মৃত রেজাউল খানের ছেলে।

গ্রেপ্তারের পর তাদেরকে ফরিদপুর র‌্যাব ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে গোয়ালন্দ ঘাট ও রাজবাড়ী থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়