শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৪:৪৫ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতিতে ত্যাগ স্বীকার করতে হয়, নিজের পকেট ভারি করার জন্য নয়, বললেন কাদের

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘উচ্চ আদালতে খালেদা জিয়া জামিন না পাওয়ায় বিএনপি নেতারা যেসব কথা বলছেন, তা স্বাধীন বিচার বিভাগের প্রতি অবমাননাকর এবং আদালত অবমাননার শামিল।’

কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা না করে বিএনপিকে নিয়মতান্ত্রিক আন্দোলনের পরামর্শ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আন্দোলনের নামে সহিংসতা বন্ধ করুন, বিশৃঙ্খলা বন্ধ করুন।’

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের বর্ধিত সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপিকে নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এ ধরনের কথা বলে সে রায়ের প্রতি অপমান, অবমাননা তারা করেছে। তারা এ কথা বলে আদালতকে অপমান করেছে। তারা আইন মানে না, আদালত মানে না, বিচার মানে না। তাদের পক্ষে না গেলে বিচারও তারা মানে না।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, ‘আন্দোলনের নামে সহিংসতা বন্ধ করুন, বিশৃঙ্খলা বন্ধ করুন। ভাঙচুর বন্ধ করুন। অন্যথায় উদ্ভূত পরিস্থিতিতে যখন যা করণীয়, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে।’

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য দেন।

সভায় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতি মানে বেচাকেনা নয়। রাজনীতিতে ত্যাগ স্বীকার করতে হয়।’ তিনি বলেন, ‘রাজনীতিতে ত্যাগ স্বীকার করতে হয়, নিজের পকেট ভারি করার জন্য রাজনীতি নয়। বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার জন্য রাজনীতি করতে হবে।শততার সঙ্গে রাজনীতি করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারাবিশ্বে জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।’

তিনি বলেন, ‘ত্যাগী, সৎ এবং যোগ্য নেতাদের নিয়ে মহানগর আওয়ামী লীগ দক্ষিণের নেতাদের কমিটি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে দুঃসময়ের নেতাদের কমিটিতে না আনলে দলের ক্ষতি হবে। এই বিষয়টি মাথায় রেখে কমিটি করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘কর্মীরাই আওয়ামী লীগের শক্তি। কারো আচরণে কর্মীরা যেন মনে কষ্ট না পায়, সেদিকে লক্ষ রাখতে হবে।’ সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে এখন থেকে বিভিন্ন থানা এবং ওয়ার্ডে গণসংযোগ করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের উন্নয়ন এবং সাফল্য তুলে ধরতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়