শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৩:০৭ রাত
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোমে বাংলা প্রেস ক্লাব ইতালীর বিজয়ফুল কর্মসূচীর উদ্বোধন

ইসমাইল হোসেন স্বপন, ইতালি প্রতিনিধি: প্রবাসী শিশু-কিশোরদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং মহান বিজয়ের ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার।রাজধানী রোমে বাংলা প্রেস ক্লাব ইতালী আয়োজিত বিজয়ফুল কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

বাংলা প্রেস ক্লাব ইতালীর সভাপতি শাওন আহমেদের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি লাবণ্য চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধা লুৎফর রহমান, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির,ইতালী আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোহাম্মদ জসিম উদ্দিন, আব্দুর রব ফকির ,শাহ আলম বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব বেপারী ,আবু তাহের, মাহবুব আলম প্রধান ,ফারুক খালাসী ,যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম এবং নারী নেত্রী অনামিকা সহ আরো অনেকে।

রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার প্রবাসে বেড়ে ওঠার শিশুদের দেশীয় সংস্কৃতি গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান, মনিরুজ্জামান মনির বলেন, প্রবাসে আমরা আগামী প্রজন্মকে বাংলা ভাষা সহ দেশীয় শিক্ষা গড়ে তুলতে সহায়তা করে যাচ্ছি।হাজী মোহাম্মদ জসিম উদ্দিন সাংবাদিকদের এ ধরনের কর্মসূচি কে স্বাগত জানিয়ে সহায়তার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বিজয় ফুল পরিয়ে দেয়া হয়। এখানে বিপুল সংখ্যক শিশু-কিশোর সম্মিলন ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়