শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০২:৪৮ রাত
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে আদালত আইনের শাসন ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন, বললেন খালিদ মাহমুদ

অনলাইন রিপোর্ট: খালেদা জিয়ার মতো একজন অপরাধীর জামিন আবেদন খারিজ করে দিয়ে উচ্চ আদালত দেশে আইনের শাসন ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার বিকেলে দিনাজপুরের বিরল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে এ মন্তব্য করেন খালিদ।

নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া একজন অপরাধী। দুই-দুইটি মামলায় একটির সাত বছর, আরেকটির ১০ বছর কারাদণ্ড হয়েছে। এমন একজন অপরাধীকে নিয়ে বিএনপি রাজনীতি করতে চায়। একজন অপরাধীকে নিয়ে যখন বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে চায় তখন মহামান্য আদালত ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন। তার জামিন আবেদন খারিজ করার জন্য মহামান্য আদালতকে সাধুবাদ জানাই। আদালতের একটা দায়িত্ব আছে, বাংলাদেশে শান্তি রাখার এই রায়ের জন্য মহামান্য আদালতকে অভিনন্দন জানাই।’

বিএনপির সমালোচনা করে খালিদ বলেন, ‘তারা বেগম খালেদা জিয়ার জামিন চায় না, খালেদা জিয়ার মুক্তি চায় না, তারা খালেদার অসুস্থতা নিয়ে রাজনীতি করতে চায়। ওই তারেক রহমান একজন দণ্ডিত আসামি, তিনি পলাতক জীবনযাপন করছেন। তিনি তার মায়ের মুক্তি চান না, তার মাকে নিয়ে রাজনীতি করতে চান। বাংলাদেশের মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে চান। তার চিকিৎসার কথা বলা হচ্ছে, ডাক্তাররা যখন তার চিকিৎসা দিতে চান তখন তিনি চিকিৎসা নিতে চান না, চিকিৎসকদের সহায়তা করেন না।’

আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, ‘আজকের এই বাংলাদেশ বঙ্গবন্ধুর আদর্শের ওপর দাঁড়িয়ে আছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ঘাতকেরা পঁচাত্তরে বঙ্গবন্ধুকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে; কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে কেড়ে নিতে পারেনি। বাংলাদেশ আওয়ামী লীগ একটি আদর্শিক পথ যাত্রায় এগিয়ে যাচ্ছে, আমরা সংগ্রামে অবতীর্ণ আছি। বাংলাদেশ আওয়ামী লীগ একটি নীতি ও আদর্শ নিয়ে পথ চলছে বলেই সত্তর বছরেও আওয়ামী লীগ একটি টগবগে রাজনৈতিক দল। যে দলটিকে ভাঙনের জন্য জিয়া-এরশাদ-খালেদা, ওই স্বাধীনতাবিরোধী বঙ্গবন্ধুর খুনি, ফ্রিডম পার্টি আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে। এভাবে আওয়ামী লীগকে যত বেশি আঘাত করা হয়েছে, আওয়ামী লীগ ততো বেশি শক্তিশালী হয়েছে।’

বিরল উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আশফাক হোসেন, ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল প্রমুখ।

কাউন্সিলে বিরল পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগরকে সভাপতি ও রমা কান্ত রায়কে সাধারণ সম্পাদক এবং সফিকুল আজাদ মনিকে সাংগঠনিক সম্পাদক করে বিরল উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

সূত্র: দৈনিক আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়