শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৯, ১১:৪২ দুপুর
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৯, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবসর ভেঙে ওয়েস্ট ইন্ডিজ দলে থাকতে চান ডোয়াইন ব্রাভো

স্পোর্টস ডেস্ক : গত বছরের অক্টোবরে বোর্ডের সঙ্গে বিবাদের জের ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অন্যতম অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। অবসর জীবনের এক বছরের বেশি সময় পার হলেও সুর পাল্টে এবার অবসরের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ব্রাভো। ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়ার লক্ষ্যেই তার এই সিদ্ধান্ত।

ব্রাভো সবশেষ ২০১৬ সালে জাতীয় দলের জার্সি পরেছিলেন। ক্রিকেট বোর্ডের সঙ্গে নানা ঝামেলার কারণে শেষ পর্যন্ত অবসরের ঘোষণা দেন তিনি। তবে এরই মধ্যে বোর্ডেও এসেছে অনেক পরিবর্তন। তাতেই আবার খেলার ইচ্ছা প্রকাশ করেছেন ব্রাভো।

এক সংবাদ সম্মেলনে ব্রাভো জানান, ‘বিশ্বে আমার যত ভক্ত ও শুভাকাঙ্খী আছে, আজ তাদের জন্য একটি ঘোষণা দিচ্ছি যে আমি আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। এটা গোপন নয় যে, আমি অবসর নেয়ার পর প্রশাসনিক পর্যায়ে কিছু পরিবর্তন এসেছে।’

ব্রাভো বলেন, ‘বোর্ডের কিছু পরিবর্তনের কারণে আমি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। কোচ ফিল সিমন্স ও অধিনায়ক পোলার্ড আছে। তাদের সাথে থাকতে পারলে আমার ভালো লাগবে। বিশেষ কিছুর অংশ হতে আমি উন্মুখ হয়ে আছি।’

আগামী বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পেতে চান ব্রাভো, ‘শক্তিশালী দল নিয়ে আমরা অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করতে পারি। দলে সুযোগ পেলে আমি আমার সেরাটা দিবো। সবসময় আমাকে সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়