শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৯, ০৯:১৭ সকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৯, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফর্মে রাখতে ম্যানসিটি ফুটবলারদের পার্টিতে নিষেধাজ্ঞা

রাকিব উদ্দীন : খেলোয়াড়দের ফর্মে ব্যাঘাত ঘটার শঙ্কায় এবার বড়দিনের পার্টিতে শিষ্যদের যেতে নিষেধ করেছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওয়ালা। গত মৌসুমে বড়দিনের পার্টিতে যাওয়ার পরদিনই ক্রিস্টাল প্যালেসের কাছে হেরেছে ম্যানসিটি। এবার সেই ভুলের পুনরাবৃত্তি করতে চান না ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে শিরোপা জিতলেও বড়দিনের সেই হারার তিক্ততা এখনও বিরাজমান ম্যানসিটিতে। কিছু খেলোয়াড় সারারাত নাইট ক্লাবে কাটিয়ে বাড়ি ফেরেন সকাল হওয়ার দুই-এক ঘণ্টা আগে। পরের দিনই নিজেদের মাঠে ক্রিস্টালের কাছে ৩-২ গোলে হেরে যায় সিটিজেনরা। চারদিন পর লেস্টার সিটির কাছেও হেরে বসে।

চলতি মৌসুমে অবস্থা বেশ করুণ ম্যানসিটির। টেবিলে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান ১৪ পয়েন্টের। টেবিলের তিনে আছে দলটি। সিটিজেনদের টপকে দুইয়ে লেস্টার সিটি। অলৌকিক কিছু না ঘটলে এবার লিগ শিরোপা জয়ের আশা ক্ষীণই সিটিজেনদের।

প্রতিবারের মতো আগামী বৃহস্পতিবারও বেশ বড় রকমের ‘ক্রিসমাস পার্টি’র আয়োজন করতে চলেছে ম্যানসিটি। সব খেলোয়াড়, কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে ৪০০ জনেরও বেশি মানুষ অংশ নেবে তাতে।

দলের এমন করুণ অবস্থায় গার্দিওলা চান না আয়োজনে খেলোয়াড়রা অংশ নিতে। গতবার হারের পেছনের কারণ হিসেবে দেরিতে ঘুমকেই দায়ী করেছিলেন এ কোচ। চলতি ডিসেম্বর ও আগামী জানুয়ারিতে ৫ সপ্তাহে ১১টি ম্যাচ খেলতে হবে সিটিজেনদের। তরতাজা থেকে মাঠে নামার জন্য তাই কোচের আশা দলের প্রয়োজনে অন্তত এবারের জন্য হলেও বড় রকমের কোনো উৎসবে অংশ না নেন আগুয়েরোরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়