শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৯, ০৮:৪২ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৯, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্যরকম মাইলফলক স্পর্শ করলেন আম্পায়ার আলিম দার

স্পোর্টস ডেস্ক : আম্পায়ার হিসেবে পরবর্তি ম্যাচে মাঠে নামলেই অনন্য মাইলফলক স্পর্শ করতেন পাকিস্তানের আম্পায়র আলিম দার। পার্থে মাঠে নেমে আরেকটি দারুণ অর্জনে নাম লেখালেন তিনি। মাঠে দাঁড়িয়ে সবচেয়ে বেশি টেস্টে আম্পায়ারিং করার রেকর্ড এখন তারই দখলে।

পার্থে বৃহস্পতিবার শুরু হয়েছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দিবারাত্রির টেস্ট। এই ম্যাচে ইংল্যান্ডের নাইজেল লংয়ের সঙ্গে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছেন আলিম দার।

আম্পায়ার হিসেবে এটি তার ১২৯তম টেস্ট। ৫১ বছর বয়সি আলিম দার ছাড়িয়ে গেছেন ১২৮ টেস্টে আম্পায়ারিং করা ওয়েস্ট ইন্ডিজের সাবেক আম্পায়ার স্টিভ বাকনারকে।

২০০০ সালে পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার হিসেবে অভিষেক হয় আলিম দারের। টেস্টে তিনি প্রথমবার আম্পায়ারিং করেন ২০০৩ সালে, ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে।

সময়ের পরিক্রমায় তিনি গড়ে ফেললেন রেকর্ড। টানা তিন বছর আইসিসির বর্ষসেরা আম্পায়ার হওয়া আলিম দার ওয়ানডের রেকর্ড থেকেও বেশি দূরে নেই।

বর্তমানে রেকর্ডটা রুডি কোয়ের্তজেনের দখলে। দক্ষিণ আফ্রিকার সাবেক আম্পায়ার কোয়ের্তজেন ২০৯ ওয়ানডেতে আম্পায়ারিং করেছেন, আলিম দার ২০৭ ওয়ানডেতে।

এছাড়া ৪৬ টি-টোয়েন্টি ম্যাচেও মাঠে দাঁড়িয়ে আম্পায়ারিং করেছেন আলিম দার। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে (৩৮২) আম্পায়ারিং করার রেকর্ড তার দখলেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়