শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৯, ০৯:২১ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৯, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীকে ১৩৫ রানের লক্ষ্য দিলো ঢাকা

আক্তারুজ্জামান : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনের প্রথম খেলা মাঠে গড়িয়েছে। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা প্লাটুনের মুখোমুখি হয়েছে রাজশাহী রয়েলস। ম্যাচের শুরুতে টস জিতেছে রাজশাহী রয়েলস। টস জিতে ঢাকা প্লাটুনকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন রাজশাহীর দলনায়ক আন্দ্রে রাসেল।  আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রান তুলেছে ঢাকা।

ব্যাটিংয়ে নেমে ঢাকাকে বিপদে ফেলে ৫ রানে বিদায় নেন তামিম। তবে আনামুল ও লরি ইভান্স একটু চেষ্টা করেন। কিন্তু এ জুটিও বেশি দূর যেতে পারেনি। ১৩ রানে ফেরেন ইভান্স। আনামুল অবশ্য ৩৩ বলে ৩৮ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেন। তাকে সঙ্গ দিয়ে ১৯ বলে ২১ রান করেন জাকির আলী। মিডল অর্ডারে নামা পেরেরা, আফ্রিদি, আরিফুল ও মেহেদি কোন রান না করেই সাজঘরে ফেরেন। কিন্তু শেষদিকে ওয়াহাব রিয়াজ ও মাশরাফির ঝড়ো ইনিংসে ১৩৪ রানের মোটামুটি সংগ্রহ দাঁড়ায়। মাশরাফি ১০ বলে ১৮ রানে অপরাজিত ছিলেন। আর ওয়াহাব ১২ বলে ১৯ রান করেন।

রাজশাহীর হয়ে বল হাতে দুরন্ত ছিলেন আন্দ্রে রাসেল ও অলোক কাপালী। রাসেল ৩ ওভার বল করে উইকেট না পেলেও রান দিয়েছেন মাত্র ৮। কাপালী ৪ ওভারে ১৮ রানে নিয়েছেন একটি উইকেট। সর্বচ্চো ৩টি উইকেট এসেছে রান আউট থেকে। ২টি উইকেট নিয়েছেন আবু জায়েদ এবং একটি করে উইকেট নিয়েছেন তাইজুল, ফরহাদ রেজা, রাবি বোপারা ও কাপালী।

ঢাকা প্লাটুন একাদশ : তামিম ইকবাল, আনামুল হক বিজয়, জাকের আলী, থিসারা পেরেরা, শহীদ আফ্রিদি, লরি ইভান্স, মাশরাফি বিন মুর্তজা, মেহেদি হাসান, ওয়াহাব রিয়াজ, আরিফুল হক, হাসান মাহমুদ।

রাজশাহী রয়েলস একাদশ : লিটন দাস, হযরতুল্লাহ জাজাই, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল, রবি বোপারা, আফিফ হোসেন, অলোক কাপালী, আবু জায়েদ, তাইজুল ইসলাম, ফরহাদ রেজা ও মিনহাজুল আবেদীন আফ্রিদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়