শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৯, ০৮:৩০ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৯, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশকে মাদকমুক্ত করার ঘোষণা দিলেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি : দেশকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

তিনি বলেন, আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধে যুদ্ধ করছি। জনগণের সহযোগিতায় সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো মাদককেও দেশ ছাড়া করবো। এদেশে কোনো সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ, দুর্নীতি থাকবে না।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে দামপাড়া পুলিশ লাইন্সে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ১৯৭১ সালে আমাদের পূর্বসুরীরা ২৫ মার্চ কালোরাতে রাজারবাগে প্রথম প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলেছিল নিজেদেরকে জীবন উৎসর্গ করে। ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে অগ্নিও পেট্রোল বোমার সন্ত্রাস রুখে দিয়েছিল বাংলাদেশ পুলিশ তার বুকের দিয়ে। সেই ১৭ জন সহকর্মীকে হারিয়েছি। ১ হাজারের অধিক সহকর্মী পঙ্গু অবস্থায় বিছানায় আছে। ২০১৬ তে জঙ্গি দমন করতে গিয়ে অনেক সাহসী অফিসার মৃত্যুবরণ করেছেন। আমরা হার মানিনি।

তিনি বলেন, সাসটেনএবল ডেভেলপমেন্টের জন্য সাসটেনএবল পিসের প্রয়োজন হয়। সাসটেনএবল পিসের জন্য দরকার হয় সাসটেনএবল সিকিউরিটি। যা আমরা দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত।

অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন এবং সিএমপির সাবেক কমিশনার ও অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার। এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ অতিথিরা। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়