শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৯, ০৮:১৯ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৯, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০টি ঘর পুড়ে ছাই, আহত ১০

নিউজ ডেস্ক : সদর উপজেলার ফতুল্লায় বুধবার (১১ ডিসেম্বর) রাতে পশ্চিম মাসদাইর বারৈভোগ এলাকায় এ ঘটনা ঘটে।
জানাগেছে, বৈদ্যুতিক শটসাকিট থেকে অগ্নিকাণ্ডে টিনের তৈরি ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে পরপরই আগুন নেভানোর কাজে স্থানীয় লোকজনদের সাথে গার্মেন্টসের ফায়ার সার্ভিস কর্মীরা যোগ দিলে প্রথমে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে হাজীগঞ্জ ও মন্ডলপাড়া থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে অল্প সময়ের মধ্যে আগুন নিভাতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লিটন জানায়, প্রায় ৫০টি ঘর পুড়েছে। আহত হয়েছে ১০জন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি পরিমাণ হবে প্রায় অর্ধকোটি টাকা। পুড়ে যাওয়া ঘরের মধ্যে প্রায় ৩০টি ঘরের মালিক মজিবুর রহমান, ৬টি ঘরের মালিক সামসুদ্দিনসহ সব মিলিয়ে ৫০টি ঘর পুড়েছে। প্রত্যেকের ঘরেই নগন টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান ফার্নিচার ছিলো। এসব ঘরের বেশিরভাগ লোকজনই গার্মেন্টস কর্মী।

নারায়ণগঞ্জ ফায়ার সাভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসাকিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ঘটনার পর পর ফায়ার সাভিসের লোকজন কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। সম্পাদনা : জহুরুল হক, সূত্র : বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়