শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৯, ০৪:১০ সকাল
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৯, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানব উন্নয়ন সূচকে ১ ধাপ এগিয়েছে বাংলাদেশ

বিশ্বজিৎ দত্ত : জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে (এইচডিআই) এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রকাশ করা এ সূচকে চলতি বছর বাংলাদেশের অবস্থান তালিকায় ১৩৫তম। মাথাপিছু আয় ও শিক্ষাসহ বেশ কয়েকটি মানদÐে উন্নতির প্রভাবে এ অগ্রগতি হয়েছে। আগের বছরের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিলো ১৩৬ তম। দক্ষিণ এশিয়ায় মানব উন্নয়নে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে শ্রীলংকা। এই সূচকে শ্রীলংকার সূচক ৭১তম।

উল্লেখ্য, বিভিন্ন দেশের স্বাস্থ্য, শিক্ষা, মাথাপিছু আয় ও সম্পদের উৎস, বৈষম্য, দারিদ্র্য, কর্মসংস্থান, বাণিজ্য ও আর্থিক প্রবাহ, যোগাযোগ, পরিবেশের ভারসাম্য, নিরাপত্তা, লিঙ্গ সমতা ও জনমিতির তথ্য বিশ্লেষণ করে সূচকটি তৈরি করে ইউএনডিপি। মূলত যেসব দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত, মাথাপিছু আয় বেশি ও নাগরিকদের প্রত্যাশিত আয়ুষ্কাল বেশি সেসব দেশই তালিকায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। তালিকায় এবারো স্থান পেয়েছে ১৮৯টি দেশ। প্রতিবেদন অনুযায়ী, শূণ্য দশমিক ৬১৪ স্কোর নিয়ে তালিকায় ১৩৫তম স্থান পেয়েছে বাংলাদেশ। আগের বছর শূণ্য দশমিক ৬০৮ এইচডিআই স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ছিলো ১৩৬তম। দেশের নাগরিকদের প্রত্যাশিত আয়ুষ্কাল ৭২ দশমিক ৩ বছর, যা আগের বছর ছিলো ৭২ দশমিক ৮ বছর। শিক্ষাকাল গড়ে ১১ দশমিক ২ বছর, আগের বছর এটি ছিলো ১১ দশমিক ৪ বছর। এ বছরের প্রতিবেদনে বাংলাদেশীদের বার্ষিক মাথাপিছু আয় (জিএনআই) ৪ হাজার ৫৭ ডলার উল্লেখ করা হয়েছে। গত বছর এ আয় ছিলো ৩ হাজার ৬৭৭ ডলার। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের আগে আছে ভারত ও ভুটান। ভারতের এইচডিআই স্কোর শূণ্য দশমিক ৬৪৭। আগের বছরের চেয়ে দুই ধাপ এগিয়ে এবারের তালিকায় দেশটির অবস্থান ১২৯তম। আর ভুটানের পরের অবস্থানে রয়েছে বাংলাদেশ। তালিকায় ভুটান রয়েছে ১৩৪তম স্থানে। নেপাল তালিকার ১৪৭তম ও পাকিস্তান রয়েছে ১৫২তম স্থানে। তালিকায় ১৮৯টি দেশকে অতি উন্নত, উন্নত, মধ্যম ও নি মানব উন্নয়নের চারটি স্তরে ভাগ করা হয়েছে। মধ্যম মানব উন্নয়ন হয়েছে, এমন দেশগুলোর স্তরে রয়েছে বাংলাদেশ । সম্পাদনা : ভিক্টর কে. রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়