শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৯:১৮ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৯:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিঠুনের ঝড়ো ইনিংসে চট্টগ্রামকে ১৬৩ রানের লক্ষ্য দিলো সিলেট (সরাসরি)

আক্তারুজ্জামান : বঙ্গবন্ধুকে উৎসর্গকৃত সপ্তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়িয়েছে আজ। দুপুর দেড়টায় সিলেট থান্ডার ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মুখোমুখি হয়েছে। ম্যাচের শুরুতে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠান চট্টগ্রামের সেনাপতি রায়াদ এমরিত। শুরুতে ব্যাটিংয়ে নেমে রনি তালুকদারের উইকেট হারালেও মোহাম্মদ মিঠুনের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে সিলেট। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রান করেছে সিলেট। জয়ের জন্য চট্টগ্রামের দরকার ১৬৩ রান।

ইনিংসের ২য় ওভারে দলীয় মাত্র ৫ রানে রুবেলে বলে ফিরে যান রনি তালুকদার। ২য় উইকেটে জনসন চার্লসের সঙ্গে ৪৬ রানের জুটি গড়েন মিঠুন। ২০ ওভার পর্যন্ত অপরাজিত থাকা মিঠুন ৪৮ বলে ৮৪ রান করেন। এর মধ্যে চতুর্থ উইকেট জুটিতে দলনায়ক মোসাদ্দেককে সঙ্গে নিয়ে গড়েন ৯৬ রানের জুটি। মোসাদ্দেক ৩৫ বলে ২৯ রান করেন। রুবেল ২টি, নাসুম ও এমরিত একটি করে উইকেট নেন।

সিলেট একাদশ : রনি তালুকদার. জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন মিলন, সোহাগ গাজী, নাজমুল ইসলাম, এবাদত হোসেন, ক্রিসমার স্যান্টোকি, জীবন মেন্ডিস, নাভি-উল-হক।

চট্টগ্রাম একাদশ : রায়াদ এমরিত, আভিস্কা ফার্নান্দো, জুনায়েদ সিদ্দিকী, ইমরুল কায়েস, নাসির হোসেন, রায়ান বার্ল, নুরুল হাসান সোহান, ক্যাডউইক ওয়ালটন, রুবেল হোসেন, নাসুম আহমেদ ও মুক্তার আলী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়