শিরোনাম

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৬:৫৯ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭৭ তম গোল্ডেন গ্লোব চলচ্চিত্র উৎসবের নমিনেশান চূড়ান্ত এবারের সমালোচনা পরিচালক ক্যাটাগরিতেকোন মহিলা নেই

বিশ্বজিৎ দত্ত: এবারের ৭৭ তম গোল্ডেন গ্লোব নমিনেশানে কোন মহিলা পরিচালকের নাম আসেনি। এ নিয়ে গ্লোবের আসরে জেরালো আলোচনা চলছে। এরমধ্যেই গত সোমবার নানা ক্যাটাগরিতে নমিনিদের নাম ঘোষণা করা হয়েছে।গোল্ডেন গ্লোব নমিনেশানে এবার সবচেয়ে এগিয়ে রয়েছে প্রযোজনা সংস্থা নেটফ্লিক্স। গোল্ডেন গ্লোবের নমিনেশান বিতরণ অনুষ্ঠানটি হচ্ছে জানুয়ারির ৫ তারিখে যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলের বেভারলি হিলস হোটেলে।

এবারে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ম্যারিজ স্টোরি। নেটফ্লিক্সের এই সিনেমাটি ৬টি এ্যাওয়ার্ড লাভ করেছে। আলোচনায় এগিয়ে থাকা আইরিশ ম্যান শেষ সময়ে এসে দিত্বীয় হয়ে যায়। সিনেমাটি লাভ করেছে ৫ টি এ্যাওয়ার্ড। তবে যে ৫টি সিনেমা নমিনেশান পেয়েছে তার মধ্যে রয়েছে ১৯১৭, জোকার ও টু পপিস।

সেরা অভিনেত্রীর নমিনেশন পেয়েছেন ৫ জন, এরা হলেন, হ্যারিয়েট চবির নায়িকা সিনথিয়া ইরিভা, ম্যারিজস্টোরির স্কারলেট জনসন, লিটিলি ওমেনের সাউরসি রোনানা, বম্বসেলের চার্লি থেরণ ও জডির রেনি জেরউইগার।

সেরা অভিনেতার নমিনেশান পেয়েছেন, , ফোর্ড ভার্সেস ফেরারি ছবির অভিনেতা ক্রিস্টিয়ান বেলি পেইন এন্ড ফ্লোরি এন্টানিউ বেনডারাস, ম্যারিজ স্টোরির এডাম ড্রাইভার, জোকারের কেুইন ফোনিক্স, টু পপিসের জোনাথন প্রাইসি।

সেরা ৫ পরিচালক হলেন, প্যারাসাইট সিনেমার বং জন হো, ১৯১৭এর পরিচালক, সেম মেনডেস, জোকারের টড পিলিপস, দি আইরিস ম্যানের মারটিন স্কোরেসিস, ওয়ান আপন এ টাইমসের কয়েনটিন টায়েনটিন।

বিদেশি ভাষায়, সেরা ৫টি ছবি হলো, দি পেয়ার ওয়েল, লেস মিজারেবল, পেইন এন্ড গ্লোরি, প্যারাসাইট, পাইরেইট অব রেডি অন ফায়ার।
টেলিভিশন সিনেমার ক্যাটাগরিতে দি ক্রাউন এন্ড আনভেলিবল ৪ টি নি নেশান লাভ করেছে।

এর বাইরেও সংগীত ও কৌতুক ক্যটাগরিতে ৫টি করে সিনেমা নমিনেশান পেয়েছে। পার্শ্ব চরিত্রেও ৫জন করে অভিনেতা ও অভিনেত্রী গোল্ডেন গ্লোব নমিনেশান পেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়