শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৬:১২ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রেটা থানবার্গকে ‘ভিক্ষুকের সন্তান’ বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট

দেবদুলাল মুন্না: ডোনাল্ড ট্রাম্প গত মাসে গ্রেটা থানবার্গকে বলেছিলেন, ‘অল্প বয়সে পাকা মেয়ে’। এবার তার অনুসারী ব্রাজিলের প্রেসিডেন্ট কট্টর ডানপন্থী নেতা জাইর বোলসোনারো থানবার্গকে বললেন, ‘পিরালহা’। গত মঙ্গলবার তিনি এ গালি দেন। পর্তুগিজ ভাষায় ‘পিরালহা’ শব্দের অর্থ ‘ভিক্ষুকের সন্তান’ বা ‘ বাজে’। বোলসোনারোকে ‘ব্রাজিলের ট্রাম্প’ বলা হয়। ট্রাম্পের মতো বোলসোনারো’র বিরুদ্ধেও নারী, সমকামী ও সংখ্যালঘুদের প্রতি ঘৃণা উসকে দেয়ার অভিযোগ রয়েছে। তিনিও ট্রাম্পের মতো বিলিওনার। গ্রেটা থানবার্গকে এ গালি দেওয়ার কারণ থানবার্গ কয়েক দিন আগে আমাজনে পুলিশের সঙ্গে সংঘর্ষে সেখানকার দুইজন উপজাতি মারা গেলে বোলসোনারো’র সমালোচনা করেছিলেন।

এরই প্রেক্ষিতে বোলসোনারো সাংবাদিকদের বলেন, ‘গ্রেটা বলছে আমাজন রক্ষা করতে গিয়ে তারা নিহত হয়েছে। মিডিয়া কীভাবে এর মতো পাজি মেয়েকে পাত্তা দেয়!’ উল্টোদিকে মঙ্গলবার গ্রেটা থানবার্গ ‘ ক্লাইমেট মুভমেন্ট ২০১৫’ নামের ওয়েবসাইটে ব্রাজিলের প্রেসিডেন্ট সম্পর্কে লিখেছেন,‘ ডানপন্থী নেতারা এমনই অসভ্য হয়’। আমাজনের আগুনের খবরে কয়েক মাস ধরে উত্তাল বিশ্ব। গ্রেটার মতো তরুণ তরুণীরা এর প্রতিবাদ করছে। তাদের দাবি, আধুনিক বিশ্ব তাদের পৃথিবীকে বসবাসের অযোগ্য করে রেখে যাচ্ছে। ১৬ বছর বয়সী গ্রেটা নিজের সহপাঠীদের জলবায়ু পরিবর্তন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করে আলোচনায় আসেন। তার আন্দোলন সুইডেন থেকে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। জলবায়ুর পরিবর্তন ঠেকিয়ে তার প্রজন্মকে ‘রক্ষা না করায়’ তিনি এবার জাতিসংঘে নিজের বক্তব্যে বিশ্বনেতাদের কঠোর সমালোচনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়