শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৩:১১ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গভীর রাতে হঠাৎ চবির ৫ হলে তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার

সময় টিভি : গভীর রাতে হঠাৎই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রদের পাঁচটি হলে একযোগে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়। এ সময় রামদা ও চাপাতিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) মধ্য রাত ১টা থেকে আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির নেতৃত্বে শাহজালাল, শাহ আমানত, সোহরাওয়ার্দী, স্যার এ এফ রহমান ও আলাওল হলে এ অভিযান পরিচালনা করা হয়। আড়াই ঘণ্টার এ আকস্মিক অভিযানে হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

অভিযানে সোহরাওয়ার্দী হল থেকে ১টি রামদা ও কিছু লোহার পাইপ, আলাওল হল থেকে ৪টি রামদা, ২টি বিদেশি চাপাতি ও ৫টি হাতুড়ি ও লোহার পাইপ এবং স্যার এ এফ রহমান হল থেকে ১টি রামদা ও কিছু লোহার পাইপ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে অভিযানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান সাংবাদিকদের বলেন, ছাত্রদের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে ছাত্রদের পাঁচটি হলে অভিযান চালানো হয়েছে। এতে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। যেসব কক্ষ থেকে এসব পাওয়া গেছে সেগুলো সিলগালা করে বরাদ্দ বাতিল করা হবে। তবে কাউকে আটক করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়