শিরোনাম
◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন ◈ বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের! ◈ বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ ◈ ‌নির্বাচ‌নে গণভোটে 'হ্যাঁ' ভোট দি‌তে প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে? ◈ বাংলাদেশের জন্য যে তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত ◈ ভারতের ব‌্যাড‌মিন্টন ভেন্যুতে মল, নোংরা ও অস্বাস্থ্যকর, খে‌লোয়াড়‌দের অভিযোগ  ◈ পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে পক্ষপাতের অভিযোগ বিএনপির, গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে দলটি ◈ জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে সরকারি গানম্যান ও বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ ◈ আজ ঢাকার তিন পয়েন্ট অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:১৮ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ ভারতের রাজ্যসভায় উত্থাপিত হচ্ছে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল

ইয়াসিন আরাফাত : সোমবার ১২ ঘন্টা বিতর্কের পর লোকসভায় পাশ হয় ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল। আজ দুপুরে রাজ্যসভায় এই বিল উত্থাপিত করা হতে পারে। রাজ্যসভাতেও বিলটি পাশ হয়ে যাবে বলে আশা করছে ক্ষমতাসীন বিজেপি। এনডি টিভি

লোকসভায় বিলের পক্ষে পড়েছে ৩১১ ভোট, ৮০টি ভোট পড়েছে বিলের বিরুদ্ধে। তবে রাজ্যসভায় বিজেপির সংখ্যা কম। বর্তমান পরিস্থিতিতে সংসদের উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ১২১ ভোট। এক্ষেত্রে এনডিএ-র পক্ষে রয়েছে ১১৬ ভোট। বিজেপি আশা করছে অন্যান্যদের পক্ষ থেকে তারা ১৪টি মত ভোট পাবে। এতে করে মোট ১৩০ ভোট নিয়ে তারা রাজ্যসভায়ও বিলটি পাশ করিয়ে নিতে সক্ষম হবে।

বিজেপি অন্য যে ১৪টি ভোট আশা করছে তাদের মধ্যে রয়েছে বিজেপির প্রাক্তন জোটসঙ্গী শিবসেনার সদস্যরা। লোকসভায় বিলের পক্ষেই ভোট দিয়েছে তারা। তবে রাজ্যসভায় বিলের পক্ষে তারা ভোট দেবে কিনা, তা নিশ্চিত নয়। এছাড়া জোটের বাইরে থাকা দল বা সাংসদদের মধ্যে রয়েছেন নবীন পট্টনায়েকের বিজেডির ৭ জন সদস্য।

কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ-এর পক্ষে রয়েছেন ৬৪জন সদস্য। এছাড়াও অন্যান্যদের কাছ থেকে ৪৬ জনের সমর্থন পাবে বলে আশা করছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট। ৪৬টি ভোটের মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস, সমাজবাদি পার্টি, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, এবং সিপিআইএম। এর ফলে ইউপিএ-এর সংখ্যা গিয়ে পৌঁছাবে ১১০ এ।

সোমবার মধ্যরাতে লোকসভায় পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল। প্রতিবেশী দেশের মুসলিম ধর্মাবলম্বী ছাড়া অনান্য ধর্মের সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এই বিলে। বিলে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে নিপীপড়নের জন্য পালিয়ে আসা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছে। বিতর্কিত এই বিল নিয়ে সংসদে ব্যাপক বাক-বিতণ্ডা হয়। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়