শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:১৮ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ ভারতের রাজ্যসভায় উত্থাপিত হচ্ছে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল

ইয়াসিন আরাফাত : সোমবার ১২ ঘন্টা বিতর্কের পর লোকসভায় পাশ হয় ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল। আজ দুপুরে রাজ্যসভায় এই বিল উত্থাপিত করা হতে পারে। রাজ্যসভাতেও বিলটি পাশ হয়ে যাবে বলে আশা করছে ক্ষমতাসীন বিজেপি। এনডি টিভি

লোকসভায় বিলের পক্ষে পড়েছে ৩১১ ভোট, ৮০টি ভোট পড়েছে বিলের বিরুদ্ধে। তবে রাজ্যসভায় বিজেপির সংখ্যা কম। বর্তমান পরিস্থিতিতে সংসদের উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ১২১ ভোট। এক্ষেত্রে এনডিএ-র পক্ষে রয়েছে ১১৬ ভোট। বিজেপি আশা করছে অন্যান্যদের পক্ষ থেকে তারা ১৪টি মত ভোট পাবে। এতে করে মোট ১৩০ ভোট নিয়ে তারা রাজ্যসভায়ও বিলটি পাশ করিয়ে নিতে সক্ষম হবে।

বিজেপি অন্য যে ১৪টি ভোট আশা করছে তাদের মধ্যে রয়েছে বিজেপির প্রাক্তন জোটসঙ্গী শিবসেনার সদস্যরা। লোকসভায় বিলের পক্ষেই ভোট দিয়েছে তারা। তবে রাজ্যসভায় বিলের পক্ষে তারা ভোট দেবে কিনা, তা নিশ্চিত নয়। এছাড়া জোটের বাইরে থাকা দল বা সাংসদদের মধ্যে রয়েছেন নবীন পট্টনায়েকের বিজেডির ৭ জন সদস্য।

কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ-এর পক্ষে রয়েছেন ৬৪জন সদস্য। এছাড়াও অন্যান্যদের কাছ থেকে ৪৬ জনের সমর্থন পাবে বলে আশা করছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট। ৪৬টি ভোটের মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস, সমাজবাদি পার্টি, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, এবং সিপিআইএম। এর ফলে ইউপিএ-এর সংখ্যা গিয়ে পৌঁছাবে ১১০ এ।

সোমবার মধ্যরাতে লোকসভায় পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল। প্রতিবেশী দেশের মুসলিম ধর্মাবলম্বী ছাড়া অনান্য ধর্মের সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এই বিলে। বিলে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে নিপীপড়নের জন্য পালিয়ে আসা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছে। বিতর্কিত এই বিল নিয়ে সংসদে ব্যাপক বাক-বিতণ্ডা হয়। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়