শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৯:৫১ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিআরটি অফিসে ভ্রাম্যমান আদালতের অভিযান, দুই দালালের জেল

মাহফুজ নান্টু, কুমিল্লা : কুমিল্লায় দালাল চক্র নির্মূলের উদ্দেশে ১০ ডিসেম্বর বিআরটি অফিসে অভিযান। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এবং কুমিল্লা র‍্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব, সহকারী কোম্পানি কমান্ডার এএসপি মহিতুল ইসলাম অভিযান পরিচালনার সময় ৮ জনকে জরিমানাসহ ২ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের জেল হাজতে প্রেরণ করা হয়।

আসামিরা হলো ১) মোঃ শহিদুল ইসলাম তাকে জরিমানা করা হয় ১০ হাজার টাকা ২) মোঃ লিটন মিয়া – ১ মাসের জেল সহ ৪৫ হাজার টাকা জরিমানা ৩) মোঃ হাজী আনোয়ার – ২ হাজার টাকা জরিমানা ৪) অলোক কুমার সাহা – ১ মাসের জেল সহ ২০ হাজার টাকা জরিমানা ৫) মোঃ জয়নাল আবেদীন – ২ হাজার টাকা জরিমানা ৬) এইচ এম হোসাইন – ৫ হাজার টাকা জরিমানা ৭) মোঃ আল-আমীন – ২ হাজার টাকা জরিমানা ৮) মোঃ মাহবুবুর রহমান- ৫০ হাজার টাকা জরিমানা। এ সময় বিআরটি অফিসের উপ- পরিদর্শক মোঃ আব্দুল বারী উপস্থিত ছিলেন।

গোপন সুত্রের ভিত্তিতে কুমিল্লা জেলা প্রশাসক ও র‍্যাবের সহায়তায় দালালদের ধরা হয়। তারা দীর্ঘদিন যাবত নকল স্ট্যাম্পসহ বিভিন্ন ধরনের ভূয়া সীল ভূয়া কাগজ পত্র এবং সাধারণ জনগনের সাথে প্রতারণা মুলক জালিয়াতি কাজ করে আসছে।

দালাল চক্রের লোকেরা জেলা প্রশাসকের কার্যালয়ে আসে পাশে ছোট ছোট দোকান গড়ে তুলেছে। নকল স্ট্যাম্প বিক্রির পাশাপাশি অনেক জালিয়াতি কাজ করা তাদের মূল পেশা। সমাজের সাধারণ জনগণ তাদের দ্বারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষমতাবান লোকের সহযোগিতায় তারা এ ধরনের ন্যাকারজনক কাজ করে থাকে। দালালি ও ভূয়া কাগজ পত্র বিক্রি করে জনগণকে তারা দীর্ঘ দিন হয়রানি করে আসছে।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‍্যাবের কোম্পানি কমাণ্ডারের সঙ্গে কথা বললে তারা জানান এ ধরনের অভিযান অভিযান অব্যহত থাকবে। সম্পাদনা : মৌরী সিদ্দিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়