শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৬:৪৮ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে বিপুল পরিমাণ জাল টাকাসহ আটক ৩

সুজন কৈরী : রাজধানীর দক্ষিন খান থানা এলাকা থেকে বিপুল পরিমান জাল টাকাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-২। আটককৃতরা হলেন- জীবন আহম্মেদ ওরফে পলাশ জিলাদার (৩৫), মো. শিপন ইসলাম ওরফে শিপন (২৪), ও মো. খোরশেদ আলম ওরফে আরিফ (২৮)। তাদের কাছ থেকে ৫০০ টাকা মূল্যের ১ লাখ জাল টাকা ও তিনটি মোবাইল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার র‌্যাব- ২ জানিয়েছে, ব্যাটালিয়নের একটি বিশেষ অভিযানে দক্ষিন খান এলাকায় থেকে ওই তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে জীবন আহম্মেদ এবং খোরশেদ আলম চলতি বছরের ৮ জানুয়ারি জাল টাকা সংক্রান্ত ঘটনায় মিরপুর মডেল থানায় দায়ের হওয়া মামলার আসামি। আটককৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাযোশে জাল টাকার ব্যবসা করছে।

র‌্যাব-২ আরো জানায়, এক শ্রেণীর অসাধু চক্র আধুনিক প্রযুক্তির ব্যবহারে বিভিন্ন পদ্ধতিতে জাল টাকা তৈরী করে বাজারজাত করছে। বিশেষ করে ১০০ টাকার নোটকে সিদ্ধ করে ৫০০ টাকার ছাপ দিয়ে এবং বিশেষ রং, কাগজ ও প্রিন্টার ব্যবহার করে তৈরীকৃত ৫০০ টাকার জাল নোট দেখে আসল না নকল চেনা সাধারণ জনগণের পক্ষে প্রায় অসম্ভব। জাল টাকার ব্যবসা পরিচালিত হয় সিন্ডিকেট ভিত্তিক, অত্যন্ত গোপনীয়ভাবে নিজস্ব পদ্ধতিখে। ব্যবহৃত হয় সাংকেতি ভাষা ও ছদ্মনাম। জাল টাকা তৈরী থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে স্তর ভিত্তিক লোক কাজ করে। সম্পাদনা : মৌরী সিদ্দিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়