শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৬:৩৭ সকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনগণের ভ্যাট হচ্ছে উন্নয়নের রোড ম্যাপ, বললেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

রাজু চৌধুরী, চট্টগ্রাম : চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, জনগণের ভ্যাটের উপর নির্ভর করে দেশের উন্নয়ন অগ্রগতি, জনগণের ভ্যাট হচ্ছে উন্নয়নের রোড ম্যাপ। দেশের সামগ্রিক পরিকল্পনা নির্ভর করে ইকোনমির উপর ভিত্তি করে। কাজেই উন্নয়ন পরিকল্পনা, রাজস্ব আয় এবং জনগণ পরস্পর সম্পর্কযুক্ত। জনগণ ভ্যাট-কর দিচ্ছেন বলেই রাজস্ব আয় বাড়ছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, রাষ্ট্র ব্যবসা করে না। তাই জনগণকে ভ্যাট, ট্যাক্স দিতে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সংকীর্ণতা পরিহার করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মারগুব আহমেদ। কর অঞ্চল-৩ এর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ বলেন, ৪০ বছর পর দেশ সামাজিক নিরাপত্তার নজির সৃষ্টি হয়েছে। এর নায়ক করদাতারা। তিনি বলেন, বাংলাদেশে ৩০ ধরনের সামাজিক নিরাপত্তা ভাতা দেওয়া হয়।

ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রামের কর কমিশনার ইকবাল হোসেন, আবুল কালাম কায়কোবাদ, মুনতাসির বিল্লাহ, বন্ড কমিশনার মাহবুবুজ্জামান, চট্টগ্রাম উইম্যান চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আবিদা মোস্তফা প্রমুখ। বক্তারা বলেন, ভ্যাট আইন জনবান্ধব করা হয়েছে। ভ্যাট ব্যবসায়ীর আয় ব্যয়ের অংশ নয়। পণ্য কেনার সময় ভোক্তারা ভ্যাট দেন সরকারকে। এ ভ্যাট সংগ্রহ করেন ব্যবসায়ীরা। সরকারের মেগা প্রকল্প বাস্তবায়নে এ অর্থ ব্যয় হচ্ছে। ভ্যাট দান নয়, অবদান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি এএম মাহবুব চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের পরিচালক অঞ্জন শেখর দাশ, নারী উদ্যোক্তা রুহি মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন।

জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান কক্সবাজারের ওশান প্যারাডাইস, খাগড়াছড়ির ফোর স্টার এন্টারপ্রাইজ ও অরণ্য বিলাস, পটিয়ার বনফুল অ্যান্ড কোম্পানি, ষোলশহরের ব্র্যাক আড়ং, সীতাকুণ্ডের চৌধুরী টি ওয়্যার হাউস ও বান্দরবান সদরের হোটেল হিলভিউ রেসিডেন্সিয়ালকে পুরস্কার দেন অতিথিরা। স্থানীয় পর্যায়ে আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড, কর্ণফুলীর সুপার পেট্রো কেমিক্যাল লিমিটেড, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, এনঅ্যান্ডএন টি ওয়্যারহাউস, এমএম ইস্পাহানি লিমিটেড ও উত্তরা মোটরস লিমিটেডকে পুরস্কৃত করা হয়। বিশেষ সম্মাননা দেওয়া হয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন চট্টগ্রাম কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন ও বন্ড কমিশনারেটের ডেপুটি কমিশনার তাহমিনা আক্তার পলি। সকালে ভ্যাট দিবস ও সপ্তাহ উপলক্ষে আগ্রাবাদের সিজিও ভবন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। সম্পাদনা : মৌরী সিদ্দিকা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়