শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:২৭ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৯, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে নতুন ভিসা আইনে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে করা হয়েছে জরিমানা নির্ধারণ, হিন্দু ১০০ মুসলিম ২১ হাজার রুপি

আসিফুজ্জামান পৃথিল : এক দরিদ্র বাংলাদেশি নারীকে দেশে ফেরাতে সম্প্রতি চাঁদা সংগ্রহ করেছে কলকাতার ডেপুটি হাই কমিশন। সেই নারী ভিসার মেয়াদের চেয়ে একদিন বেশি অবস্থান করেছিলেন ভারতে। ১ বছর আগে কার্যকর হওয়া একটি নতুন ভিসা নিয়ন্ত্রণ আইন অগুনতি বাংলাদেশিকে বিপদে ফেলেছে। দ্য হিন্দু।

এই আইন অনুযায়ী বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সংখ্যালঘু হিন্দুদের চেয়ে ২০০ গুন বেশি অর্থ জরিমানা গুনতে হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক কমকর্তা দ্য হিন্দুকে বলেছেন, এই জরিমানার কাঠামো ধর্মীয় বৈষম্যের উদাহরণ। তিনি জানান, আসন্ন দ্বিপাক্ষীয় আলোচনায় বিষয়টি উপস্থাপন করবে বাংলাদেশ। ২ সপ্তাহ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় এই আইন নিয়ে একটি অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি হয়। জাতীয় দলের ক্রিকেটার সাইফ হাসানকে ২১ হাজার রুপি জরিমানা দিতে হয়, কারণ তিনি ভিসার মেয়াদ সমাপ্তির এক দিন পরেও ভারতে অবস্থান করেছিলেন।

এই নিয়ম অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্থানের সংখ্যালঘুদের অতিরিক্ত ২ বছরের বেশি অবস্থানে ৫০০ রুপি। ৩ মাস থেকে ২ বছর পর্যন্ত ২০০ রুপি আর ৯০ দিন পর্যন্ত ১০০ রুপির বিধান রয়েছে। আর মুসলিমদের ২ বছরের বেশি হলে ৩৫ হাজার রুপি, ৩ মাস থেকে ২ বছর হলে ২৮ হাজার রুপি আর ৩ মাস পর্যন্ত ২১ হাজার রুপি। দ্য হিন্দুকে এক জেষ্ঠ্য কর্মকর্তা বলেছেন, এর অর্থ লিটন দাস এক দিন বেশি ভারতে অবস্থান করলে তাকে দিতে হবে ১০০ ডলার। আর সাইফকে দিতে হয়েছে ২১ হাজার ডলার। এটি অস্বাভাবিক বিষয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়