শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৯:১৩ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিলিতে ইজিবাইক ও ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

আলম হোসেন, হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইজিবাইক ও ১৪০ বোতল ফেনসিডিলসহ জহুরুল ইসলাম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় মুক্তিয়ার রহমান নামের অপর একজন পালিয়ে যায়।

মঙ্গলবার সকাল ৭টায় হিলি সীমান্তের বাসুদেবপুর ক্যাম্পের সামনে হিলি-বিরামপুর সড়ক থেকে ইজিবাইকসহ তাকে আটক করা হয়। আটক জহুরুল ইসলাম হিলির নওপাড়া গ্রামের মৃত এছাহার আলীর ছেলে ও পলাতক মুক্তিয়ার রহমান একই এলাকার অকিল উদ্দিনের ছেলে।

হাকিমপুর থানার (ওসি) আব্দুর রাজ্জাক আকন্দ জানান, ইজিবাইকে করে ফেনসিডিল পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টহল দল মঙ্গলবার সকাল ৭টার দিকে হিলি সীমান্তের মুহড়াপাড়া এলাকায় অবস্থান নেয়।

এসময় হিলি থেকে বিরামপুরগামী একটি ইজিবাইককে পুলিশ থামার সংকেত দিলে ইজিবাইক থেকে একজন নেমে দৌঁড়ে পালিয়ে যায়। পরে ইজিবাইকটিকে আটক করে ইজিবাইকে থাকা পানির ড্রামের ভেতর হতে ১৪০ বোতল ফেনসিডিলসহ জহুরুল ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় মুক্তিয়ার রহমানকে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়