শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৭:১১ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশু দন্ত রোগীদের উন্নত চিকিৎসা সেবা দিচ্ছে (বিএসএমএমইউ)

শাহীন খন্দকার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ডেন্টাল কনজারভেটিভ ডেনটিসট্রি এন্ড এন্ডোডনটিকস বিভাগে পর্ষাপ্ত জায়গা সংকলনের অভাবে শিশু চিকিৎসা সেবা প্রসার করা ব্যহত হচ্ছে। দন্ত শিশু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জেবুন নেছা জানান, সারা দেশ থেকে জটিল দন্ত রোগে আক্রান্ত হয়ে প্যাডোডনটিকস বিভাগে জেলা উপজেলা স্বাস্থ্য হাসপাতালের ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য এখানে পাঠান।চেয়ারম্যান বলেন, দন্ত শিশু বিভাগটি যদি সম্প্রসারণ হতো তাহলে শিশুদের চিকিৎসা সেবা আরো অনেক বেশি সেবা দেয়া সম্ভব হতো বলে জানালেন। একদিকে রোগী উপকৃত হতো অন্যদিকে শিক্ষার্থীরাও দক্ষতা অর্জনে উপকৃত হতো। কেন না বর্তমানে যে স্থানটিতে শিশুদের দন্ত চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীর উপস্থিতির তুলনায় চিকিৎসা সেবার জায়গা পর্যাপ্ত নয়। ফলে চিকিৎসা নিতে আসা শিশুদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

রোগীর উপস্থিতি অনুযায়ী পর্যাপ্ত জায়গা চেয়ার যন্ত্রপাতি আরো সরবরাহ করা হয় তাহলে শিশু দন্ত বিভাগে উন্নত চিকিৎসা সেবা আরো গতিশিল হতো বলেও দাবি করেন। তিনি বলেন, এক সময় চিলড্রেন এন্ড প্রিভেন্টিভ ডেনটিসট্রি উইং থেকে ২০১৫ সালে পূর্ণাঙ্গ পেডোডনটিকস বিভাগে আত্মপ্রকাশ করে। এখানে চেয়ারম্যানসহ মেডিকেল অফিসার নয়জন, একজন অধ্যাপক,২ জন সহকারী অধ্যাপক, এম এস রেসিডেন্ট ২২ জন। পিজিটি ডা. ১২ জন, ৩ জন ডেন্টালটেকনোলজিসহ ২ জন নার্স রয়েছে। ডা. জেবুন নেছা বলেন সারাদেশের একমাত্র শিশু দন্ত বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যেখানে শিশু দন্ত চিকিৎসকদের স্নাতকোত্তর বা পোস্টগ্রাজেউশন একমাত্র প্রতিষ্ঠান হিসাবে আরো বড় পরিসরে হওয়া উচিত বলে দাবি করেন।

শিশুকে দন্ত চিকিৎসক কেন দেখাবেন কোনো সমস্যা না থাকলেও আপনার ১ বছর বয়সী বাচ্চাকে দন্ত চিকিৎসকের নিকট নিয়ে তার পরামর্শ গ্রহণ করুণ। এ সময় দন্ত চিকিৎসক আপনাকে শিশুর দাঁত ভালো রাখার জন্য খাবার, দাঁতের যত্ন, শিশুর দাঁত ওঠা, চধংঃব ব্যবহার ও আঙুল চোষার কুফল ইত্যাদি বিষয়ে পরামর্শ দেবেন।

আপনার শিশুকে জুস, কোমল পানীয়, মিষ্টি শরবত, এমনকি মিষ্টি দুধও বাচ্চাদের না দেয়া ভালো। রাতে বিছানায় যাবার পর বাচ্চাকে বোতলে কিছু খাওয়াবেন না, শুধু পানি খাওয়াতে পারেন। যদি একান্তই দুধ খাওয়ানোর প্রয়োজন হয় তবে দুধ খাওয়ার পর পানি খেতে দিন। একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ মতে আপনার শিশুর খাবারের ব্যবস্থা করবেন। শিশুদের দাঁত ও মাড়ির সঠিক যত্ন বলতে বোঝায় প্রতিদিন ব্রাশ করা ও ধুয়ে ফেলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়