শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৬:৪২ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

`জনদুর্ভোগ’ হবে তাই বিএনপি র‌্যালি করতে পারবে না, বললো পুলিশ

শাহানুজ্জামান টিটু : আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি রাজধানীতে র‌্যালি করার প্রস্তুতি নেয়। কিন্তু তাতে বাধ সাধে পুলিশ। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কড়া অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পুরো নয়াপল্টন এলাকা পুলিশ, জল কামান, প্রিজন ভ্যান দিয়ে ঘিরে রাখে। পুলিশ বলছে অনুমতি নেই তাই র‌্যালি করতে পারবে না। মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালি হওয়ার কথা ছিল। আজ সকাল থেকেই বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়। এ কারণে র‌্যালি বের করেনি বিএনপি।

এ বিষয়ে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার এনামুল হক বলেন, আজ ঢাকা শহরে অনেক যানজট। সরকারি অফিস আদালত খোলা। এরমধ্যে র‌্যালি করলে যান চলাচলে সমস্যা হবে। জনদুর্ভোগ হবে।

যেহেতু বিএনপির র‌্যালি করার অনুমতি নেই তাই করতে দেয়া হবে না। তারপরও যদি করতে চায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মানবাধিকার দিবসের মত দিনে পুলিশ র‌্যালির মতো শান্তিপূর্ণ কর্মসূচিও করতে দিচ্ছে না। দেশের গণতন্ত্র মানবাধিকারের চিত্র এটিই।

দলের সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স বলেন, র‌্যালিতে বাধা দিয়ে সরকার দাললিক ভাবে মানবাধিকার লঙ্ঘন করলো এবং আবারো প্রমাণ করলো তারা বাংলাদেশকে গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন রাষ্ট্র নয়, পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়