শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৬:৩৬ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গেন্ডারিয়ায় যুবলীগ নেতাদের বিরুদ্ধে ব্যবসায়ীর দোকান দখলের অভিযোগ

ইসমাঈল হুসাইন ইমু : রাজধানীর গেন্ডারিয়া এলাকায় ব্যবসায়ীর দোকান দখলের অভিযোগ উঠেছে স্থানীয় দুই যুবলীগ নেতার বিরুদ্ধে। থানায় অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি। বর্তমানে ওই দুই নেতা ভুক্তভোগী ব্যবসায়ীকে নানা হুমকি দিচ্ছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী হাজী মো. সাইফুল ইসলাম। এসময় তার বড় ভাই নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাইফুল ইসলাম জানান, ২০১৮ সালে গেন্ডারিয়া ডিস্ট্রিলারি রোডের ২০/এ নম্বর হোল্ডিংয়ে ৬৫ স্কয়ার ফিটের একটি দোকান ক্রয় করেন। এর পরপরই জাতীয় নির্বাচন আসলে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা দোকানটি নির্বচনী প্রচারণার কাজে ব্যবহার করতে থাকে। নির্বাচন শেষ হলেও দোকানটি না ছাড়ায় বিপাকে পড়েন ব্যবসায়ী সাইফুল। পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় দোকান ফিরে পাবার আশার আলো দেখা দিলেও দখলদার যুবলীগ নেতা নামধারী জাকারিয়া আলামিন ওরফে জাক্কু ও তার ভাই আমিনুল ইসলাম বাবুর হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগঝেন তিনি।

এ বিষয়ে গেন্ডারিয়া থানায় গত ১৭ নভেম্বও একটি জিডি (৩৫৮) করেন। এ অবস্থায় দোকান ফিওে পেতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারি সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন সাইফুল ইসলাম। অপরদিকে অভিযুক্ত জাকারিয়া আলামিন ওরফে জাক্কু তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ মিথ্যা দাবি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়