শিরোনাম
◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৫:৫৬ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তসলিমার গৃহিনী থেকে উদ্যোক্তা হয়ে উঠার গল্প

জেবা আফরোজ : কুষ্টিয়ার মেয়ে তসলিমা আক্তার লিমা। নিজের দুই স্তানেরচাহিদা মেটাতে গিয়ে হয়ে গেলেন স্বাবলম্বী। মাত্র দুই হাজার টাকা দিয়ে শিশুদের পোশাক তৈরি করে দেশ-বিদেশে সরবরাহ করছেন তিনি।

বিবিসির একটি প্রতিবেদনে উঠে আসলো জীবন সংগ্রামের গল্প............

কীভাবে আলিয়ার উদ্যোক্তা হলে তসলিমা আক্তার লিমা জানালেন নিজেই। তসলিমা বলেন, ‘ছোটবেলা থেকেই হাতের কাজের প্রতি আমার খুব বেশি আগ্রহ ছিলো। সুঁই সুতার কারুকাজ করতে অনেক ভালো লাগতো। হঠাৎ করে মনে হলো কিছু একটা করবো এবং সেটা ঘরে বসেই করতে হবে। কারণ আমার দুই বাচ্চা আছে। যে কারণে ঘরের বাইরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তখন ঘরে বসেই আমি এই ভাবনাটা কাজে লাগাতে শুরু করি।’

২০১৮ সালে বাচ্চাদের পোশাক বানানো দিয়ে কাজ শুরু করেন তসলিমা। এরপর সেটি প্রচার হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পেইজ খুলেন। পরে বানানো পোশাকগুলো ওখানে বিক্রি করতে শুরু করেন।

এই প্রসঙ্গে তসলিমা বলেন, ‘আমার বাচ্চগুলো ছোট হওয়ায় পোষাক বানানো সিদ্ধান্ত দ্রুত নিতে পেরেছিলাম। কারণ তাদের বয়সের পোশাক বানানোর চিন্তাই আগে মাথায় আসে। এছাড়া হাতে পুঁজিও ছিলো কম। এতো কম পুঁজিতে এই সিদ্ধান্তটাই ভালো ছিলো। প্রথমে মাত্র ১৫ পোশাক ডিজাইন করলাম, এতে আমার খরচ পড়লো দেড় থেকে দুই হাজার টাকার মতো । সেই ১৫ টা পোশাক এক ঘন্টার মধ্যে বিক্রি হয়ে গেলো। পোশাকগুলের এতো চাহিদা ছিলো আমি আর কাউকে দিতে পারছিলাম না।’

তিনি আরো বলেন, ‘এছাড়া আমার কাছে কিছু ফেব্রিক ছিলো। বুজে উঠতে পারছিলাম না এইগুলো কীভাবে কাস্টমারের কাছে পৌঁছাবো। ভাবতেই পারিনি এগুলো কেউ কিনবে। পরে দেখলাম ফেব্রিকগুলোও বিক্রি হয়েছে। এভাবে বিক্রি করতে করতে প্রতি মাসে আমার কাছে ৩-৪ হাজার টাকা থাকতো, যা যথেষ্ট ছিলো। এখন রিলাক্সে কাজ করলেও প্রতি মাসে ৫০ হাজারের বেশি আয় হয়।

তার ভাষ্য, ‘প্রথম যখন এই উদ্যোক্তা নিয়েছিলাম তখন একাই কাজ করেছি। এক মাস পরে বুজতে পারলাম কাজটি একা করা সম্ভব নয়। তখন আরো কিছু কর্মী নিলাম। আমার এখানে এখন ৬জন কর্মী কাজ করছেন। এখানে যারা কাজ করেন তাদের মধ্যে দুজন এই আয় দিয়ে সংসার চালান। এখন আমার আরো ৮-৯ জন কর্মী লাগবে।’

তসলিমার পোষাক বর্তমানে সারা দেশে সরবরাহ করা হচ্ছে। শুধু তাই নয়, দেশের বাইরে যাচ্ছে এই পণ্য। ইন্টারনেট সুবিধার কারণে কুষ্টিয়ায় থেকেও ব্যবসা করতে সমস্যা হচ্ছে না তসলিমার। এই অনলাইনের কারণে পুরো পৃথিবীটাকে হাতের মুঠোয় মনে হচ্ছে তার। ল্যাপটপ ব্যবহার করার সময় নেই তাই মোবাইল দিয়েই সব কাজ করছেন তিনি।

ঘর-সংসার ও বাচ্চা সামলে নিয়ে পণ্যের অর্ডার নেয়া থেকে ডেলিভারি সব একাই করেন তসলিমা। তার সবচেয়ে বড় সুবিধা শুশুর বাড়ির সহযোগিতা পেয়েছেন। তার মতে, নিজের বাবার বাড়ি হয়তো এতোটা সহযোগিতা করতো না। বরং বলতো কিসের ব্যবসা, ঘরে থেকে সংসার চালাও। সম্পাদনা : রাশিদুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়