শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৩:৫৮ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক পাচারকারী নিহত, ইয়াবা ও অস্ত্র উদ্ধার

ফরহাদ আমিন, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক পাচারকারী নিহত হয়েছেন।এতে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউপির জাদিমোড়া নাফনদীর পাড়ে এ ঘটনা ঘটে।নিহত হলেন-হ্নীলা ইউপি জাদিমোড়া এলাকার আব্দুস সালামের ছেলে ইমাম হোসেন(২৫)।

টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জাদিমোড়া এলাকা বরাবর নাফনদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা একটি বড় চালান প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে দমদমিয়া বিওপির একটি বিশেষ টহলদল অভিযানে গেলে।একজন লোক কেওড়া বাগানে ঘুরাঘুরি করতে দেখে। কিছুক্ষণ পর কয়েকজন লোক নৌকা নিয়ে নাফনদী পার হয়ে আসতে দেখে। নৌকাটি নদীর কিনারায় আসার সাথে সাথে উক্ত ব্যক্তি নৌকার দিকে এগিয়ে যেতে দেখে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই নৌকার আরোহীরা অতর্কিতভাবে গুলি ছোঁড়ে। এতে দুই বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোঁড়ে।এতে উভয়পক্ষের মধ্যে ৭ থেকে ৮ মিনিট গোলাগুলি হয়।এ সময় গুলি করতে করতে পাচারকারীরা পালিয়ে যায়।গোলাগুলি থামার পর টহলদল ঘটনাস্থল তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা, একটি দেশি তৈরি বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজসহ একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়।আহত বিজিবির দুই সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক টিটু চন্দ্র শীল বলেন, ভোররাতে বিজিবি তিনজনকে হাসপাতালে নিয়ে আসেন। এরমধ্যে দুইজন বিজিবি সদস্য। অপরজন সাধারণ মানুষ। তার শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং সকালে বিজিবি দুইজন সদস্যকে ছেড়ে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়