শিরোনাম

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৭:৩৬ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেখা চুরি, কপিপেস্ট এবং কৃতজ্ঞতা প্রকাশের সংস্কৃতি

অমি রহমান পিয়াল : তখনো ফেসবুক এতটা জনপ্রিয় হয় নাই, অবাধ হয় নাই। ব্লগেও ঘুরাঘুরি হাতেগোনা কয়েকজন মানুষ। একটা অনলাইন ফোরামে লেখালেখি করতাম। মুক্তিযুদ্ধের পোস্ট দিতাম। ফোরামে নিজের নাম ব্যবহার করতাম না। ছদ্মনাম। তো বাংলাদেশ বিভাগে কিছু পোস্ট দেখতাম পুরাই কপিপেস্ট, অন্যের লেখা। যাদের লেখা তাদের আমি চিনি, তারা ফোরামে নাই তাও জানি। তো একদিন একজনরে স্ট্রেট বললাম, মামা এইটা তো ঠিক না।

 

আপনি আরেকজনের লেখা চুরি করে নিজের নামে চালাইতেছেন এইটা অন্যায়। এটলিস্ট যার লেখা তার নাম কৃতজ্ঞতা প্রকাশে উল্লেখ করে দেন। এতে আপনারও জাত যাবে না, তারও পরিশ্রমের প্রতি শ্রদ্ধা জানানো হবে। তো মামা আমারে রেগেমেগে উত্তর দিলেন হাহাহাহা সহকারে। যে চালুনি বলে সুইরে তোর পাছায় কেন ফুটো। আপনার মতো মহাচোর যদি আমারে চুরির অপবাদ দেন, তাইলে তো দুনিয়া হাসবে। আপনার মুক্তিযুদ্ধের সব লেখাই তো চুরি করা। সব অমি রহমান পিয়ালের লেখা। সামহোয়ার ইন ব্লগে আছে। এই যে লেখার নাম, এই যে লিংক। নিজে চুরি বন্ধ করেন, তারপর উপদেশ দিয়েন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়