শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৪:৫৬ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে এলো ৩৩৬মেট্রিকটন পেঁয়াজ

ফরহাদ আমিন,টেকনাফ(কক্সবাজার) : মিয়ানমার থেকে স্থানীয় ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানি অব্যাহত রেখেছেন।সোমবার একদিনে ৪জন ব্যবসায়ীর কাছে ৫টি ট্রলারে করে ৩৩৬দশমিক ৩০৪ মেট্রিকটন পেঁয়াজ টেকনাফ স্থলবন্দরে এসেছে।চলতি বছরের ডিসেম্বর মাসে ৮দফায় মিয়ানমার থেকে নৌপথে ৭হাজার ৪১৭দশমিক ৪৭৮টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার আফসার উদ্দিন।

তিনি বলেন, ভারত ২৯ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেন।এরপর ৩০ শে সেপ্টেম্বর প্রথম মিয়ানমার থেকে প্রথম চালানে ৬৫০টন পেঁয়াজ আসে।এরপর থেকে সোমবার বিকেল পর্যন্ত মিয়ানমার থেকে ৫২ হাজার ৪৭৯দশমিক ৪৭৮ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।সকালে ব্যবসায়ী মোঃহাশেমের১৯৯ দশমিক ৬০০; যদু বাবুর ৯৯ দশমিক ৮০০; আরাফাতের ১৯দশমিক৮৮০; মোহাম্মদরহিমের ১৭ দশমিক ০২৪ মেট্রিকটন পেঁয়াজ স্থলবন্দরের আসে।এসব পেঁয়াজ খালাস করে বিভিন্ন স্তানে সরবরাহ করা হচ্ছে।

তিনি আরো বলেন, ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানির দিকে ঝুঁকছে।যার ফলে অন্যান্য পণ্য আমদানি কম হচ্ছে।তবে পেঁয়াজ আমদানিতে সরকার রাজস্ব মওকুফ করে দেওয়ায় আগের তুলনায় রাজস্ব কম আদায় হচ্ছে।তবে দেশের স্বার্থে সংকট মোকাবিলায় পেঁয়াজ আমদানি বাড়াতে আরও বেশি উৎসাহিত করা হচ্ছে।

আমদানিকারক এমএ হাশেম বলেন,দেশে পেঁয়াজের সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি  অব্যাহত রেখেছেন।আমদানি করা পেঁয়াজগুলো দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

এ প্রসঙ্গে স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানের ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন বলেন,স্থলবন্দরের পেঁয়াজের পাশাপাশি অন্যান্য পণ্য থাকলেও আগে পেঁয়াজের ট্রলার খালাস করা হচ্ছে।সোমবার রাত সাতটা পর্যন্ত ২৬টি পেঁয়াজ ভর্তি ট্রাক দেশের বিভিন্ন বিভাগীয় শহরের উদ্দেশ্যে স্থলবন্দর ছেড়ে গেছে। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়