শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৩:৪৪ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উন্নাওয়ে বিক্ষোভ, কর্তব্যে গাফিলতিতে সাসপেন্ড ৭ পুলিশকর্মী

মুসফিরাহ হাবীব: ভারতে উত্তর প্রদেশের উন্নাওয়ে ধর্ষণের শিকার ২৩ বছরের তরুণীকে অভিযুক্তরা পুড়িয়ে মারার পর উত্তাল বিক্ষোভ শুরু হয়েছে। কর্তব্যে অবহেলার জন্য উন্নাও জেলার ষ্টেশন হাউস অফিসার-সহ সাত পুলিশকর্মীকে সাসপেন্ড করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এখন এ পদক্ষেপ নিয়ে তিনি সেই বার্তাই দিতে চেয়েছেন মানুষকে।

ভারতের ‘এই সময়’ পত্রিকা জানায়, রোববার উন্নাওয়ে নির্যাতিতা তরুণীর দেহ সমাহিত করার সময় শেষ বিদায় জানাতে এসে ধর্ষকদের দ্রুত এবং চরম শাস্তির দাবিতে সরব হয়েছেন বহু মানুষ। ধর্ষণের শিকার ওই তরুণী আদালতে অভিযোগ করেছিলেন।

পরে নির্যাতিতার আদালতে যাওয়া ঠেকাতেই তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর গায়ে আগুন দেয় সম্প্তি জামিনে ছাড়া পাওয়া অভিযুক্তরা। দিল্লির সফদরজং হাসপাতাল থেকে তরুণীর দেহ উন্নওয়ে পৌঁছার পর হাজার হাজার মানুষ ভিড় জমান সেখানে। রাতেই এলাকায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের দুই মন্ত্রী। সকালে তারা ধর্ষিতার গ্রামে পৌঁছলে ক্ষোভ ছড়িয়ে পড়ে। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্লোগান শুরু হয়।

মৃত তরুণীর ভাই আগই জানিয়েছিলেন, দেহ পুড়ে যাওয়ায় তা দাহ না করে জমিতে সমাহিত করা হবে। তার উপর তৈরি করা হবে স্মারক বেদি। পুলিশ কমিশনার জানিয়েছেন, দাবি মেনে নির্যাতিতার বোনকে নিরাপত্তা দেওয়া হবে। এক জনকে সরকারি চাকরিও দেওয়া হবে। পরিবার চাইলে অস্ত্রের লাইসেন্সও দেবে পুলিশ। এ ছাড়া অর্থসাহায্য এবং সরকারি যোজনায় বাড়ি করে দেওয়া হবে তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়