শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৩:০০ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে প্রথম ক্যান্সার স্ক্রিনি জাতীয় সম্মেল বিএসএমইউ’তে শেষ হলো

শাহীন খন্দকার : দেশে প্রথমবারের মতো আয়োজিত ক্যানসার স্ক্রিনিং বিষয়ে জাতীয় সম্মেলন। সোমবার (৯ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিলন হলে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয় কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের উদ্যোগে এবং জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যানসার ইপিডেমিওলজি বিভাগের সহযোগিতায় আয়োজিত সম্মেলনে প্রায় ২০টি বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপন করা হয়।

দেশের বরেণ্য বিশেষজ্ঞ ও তরুণ চিকিৎসকরা স্তণ, জরায়ুমুখ, মুখগহ্বর, প্রোস্টেট ও বৃহদন্ত্রের ক্যানসার প্রসঙ্গে আলোচনা করেন। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, ক্যানসার নিয়ন্ত্রণে স্ক্রিনিং অর্থাৎ লক্ষণ দেখা দেওয়ার আগে ক্যানসার নির্ণয়ের অপরিসীম গুরুত্বের ওপর আলোচনা করেন । এসময়ে তিনি দেশব্যাপী স্ক্রিনিং কর্মসূচি সম্প্রসারণের আহ্বান জানান। বক্তৃতা করেন অনকোলজিস্ট অধ্যাপক এম এ হাই, বিএসএমএমইউ‘র উপউপাচার্য অধ্যাপক শহীদুল্লাহ শিকদার। সভাপতিত্ব করেন সম্মেলন চেয়ারম্যান অধ্যাপক সাবেরা খাতুন।

সূচনা বক্তব্যে সম্মেলনের সচিব ও জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যানসার ইপিডেমিওলজি বিভাগের প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, বিগত বছরগুলোতে সরকারি উদ্যোগে জরায়ুমুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং প্রোগ্রামে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই কার্যক্রম সম্প্রসারণ ও সম্পূর্ণ করতে মুখগহ্বরের ক্যানসার অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তিনি বলেন হাসপাতাল কেন্দ্রিক না থেকে সমাজভিত্তিক সুসংগঠিত কর্মসূচির ওপর জোর দিতে হবে।

সংসদ সদস্য ওয়াসেকা আয়েশা খান বলেন, একটি সুন্দর ভবিষ্যতের জন্য বিশেষত গ্রামের স্কুল-কলেজে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে প্রতিটি জেলা উপজেলায় ছাত্র-ছাত্রীদের নিয়ে তাদের মাঝে ক্যান্সার সম্পর্কে সচেতনতা মুলক সেমিনার সিম্পোজিয়াম করার আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়