শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০২:৪৯ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুমোদনের জন্য একনেকে উঠছে দেড় হাজার কোটি টাকার ৬ প্রকল্প

সাইদ রিপন : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য ৬টি প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। আজ মঙ্গলবার একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলো অনুমোদনের জন্য সভায় তোলা হবে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৫৭১ কোটি টাকা। এ বিষয়ে পরিকল্পনা বিভাগের সচিব নূরুল আমিন বলেছেন, সব প্রত্রিয়া সম্পন্ন করে এসব প্রকল্প চ‚ড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। অনুমোদনের পর সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।

পরিকল্পনা কমিশন সূত্র জানিয়েছে, সরকার দেশের সড়ক অবকাঠামো উন্নয়নে বেশী জোড় দিচ্ছে। এজন্য ছোট-বড় সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্প নেয়া হচ্ছে। একনেকে প্রস্তাবিত ৬টি প্রকল্পের মধ্যে ৪টিই সড়ক অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত। সড়কের এ চারটি প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৫১ কোটি ৭১ লাখ টাকা। এর বাইরে পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ চ্যান্সারী কমপ্লেক্স নির্মাণে আবারও মেয়াদ ও ব্যয় বাড়ানো হচ্ছে। ঢাকা, মাদারীপুর ও রংপুর জেলার ৩টি কলেজের অবকাঠামো উন্নয়নেও একটি প্রকল্প একনেকে উপস্থাপন করা হবে।

সড়কের ৪ প্রকল্প: সড়ক অবকাঠামো প্রকল্পের মধ্যে কক্সবাজার জেলার রামু-ফতেখাঁরকুল-মরিচ্যা জাতীয় মহাসড়ক (এন-১০৯ এবং ১১৩) প্রশস্তকরণে ২৬৬ কোটি ১৬ লাখ টাকা ব্যয় হবে। কক্সবাজার জেলার জাতীয় মহাসড়ক (এন-১০৯) এর রামু পুরাতন অংশ (রামু হাসপাতাল-খালেকুজ্জামান চত্ত¡র) এবং জাতীয় মহাসড়ক (এন-১১৩) এর রামু-ফতেখাঁরকুল-মরিচ্যা জাতীয় মহাসড়কের ১৬.৭২৬ কিলোমিটার সড়ক প্রশস্থ করা হবে। এতে ওই অঞ্চলের উন্নত ও নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন হবে। ঢাকার কেরাণীগঞ্জ থেকে মুন্সিগঞ্জের হাসাড়া পর্যন্ত জেলা মহাসড়ক (জেড-৮২০৩) যথাযথমানে উন্নীত ও প্রশস্ত করা হবে। এ প্রকল্পটির জন্য ব্যয় ধরা হয়েছে ৪০৯ কোটি টাকা। সড়ক ও জনপথ অধিদপ্তর চলতি বছর থেকে ডিসেম্বর ২০২২ নাগাদ এটির বাস্তবায়ন করবে।

দেশের দক্ষিনাঞ্চলের ঝিনাইদহ-কুষ্টিয়া-পাকশী-দাশুরিয়া জাতীয় মহাসড়ক (এন-৭০৪) এর কুষ্টিয়া শহরাংশ ৪-লেনে উন্নীতকরণসহ অবশিষ্টাংশ যথাযথ মানে উন্নীতকরণ করার উদ্যোগ নেয়া হচ্ছে। কুষ্টিয়া জেলার সদর, মিরপুর ও ভেড়ামারা উপজেলার এ সড়ক চলতি বছর থেকে জুন ২০২২ সাল নাগাদ বাস্তবায়ন করতে চায় সড়ক ও জনপদ অধিদপ্তর। এতে মোট ব্যয় হবে ৫৭৪ কোটি টাকা। এছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তর কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী-কাশিপুর-ফুলবাড়ী-কুলাঘাট-লালমনিরহাট জেলা মহাসড়ক উন্নয়ন করবে। একনেকে অনুমোদন পেলে চলতি বছর থেকে জুন ২০২১ সালে এর কাজ শেষ হবে। এতে ব্যয় ধরা হয়েছে ৯৯ কোটি ৩৫ লাখ টাকা।

এছাড়া পাকিস্থানের ইসলামাবাদে বাংলাদেশ চ্যান্সারী কমপ্লেক্স নির্মাণ (৩য় সংশোধিত) প্রস্তাব পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ২০০৭ সালে জুলাইয়ে নেয়া প্রকল্পের কোন অগ্রগতি হয়নি। এবার ব্যয় বাড়িয়ে ২০২২ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে মোট প্রকল্প ব্যয় দাঁড়াবে ৭৯ কোটি ৮৬ লাখ টাকা। এ প্রকল্পটির মূল ব্যয় ছিলো ২৯ কোটি ৮০ লাখ টাকা। এদিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঢাকা, মাদারীপুর ও রংপুর জেলার ৩টি কলেজের অবকাঠামো উন্নয়ন করতে চায়। এজন্য ৮৮ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন পেলে চলতি বছর থেকে জুন ২০২২ সালে বাস্তবায়ন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়