শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০১:২৬ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১ ডিসেম্বর আদালতে যাচ্ছে খালেদার মেডিকেল রিপোর্ট

শিমুল মাহমুদ : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দ-িত বিএনপি চেয়ারপারসনের মেডিকেল রিপোর্ট আগামী ১১ ডিসেম্বর (বুধবার) আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। সোমবার সন্ধ্যায় মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ কথা জানান।

কনক কান্তি বড়ুয়া বলেন, গতকাল রোববার সন্ধ্যায় আদালত থেকে পাঠানো চিঠি আমাদের কাছে এসেছে। আমরা আশাবাদী আদালতের নির্ধারিত তারিখে রিপোর্ট পাঠাতে পারবো।

এর আগে গত ৫ ডিসেম্বর খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা জানাতে মেডিকেল বোর্ডের প্রতিবেদন দাখিলে আদালতের নির্দেশনা ছিল। তবে নির্ধারিত সময়ে মেডিকেল বোর্ডের প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগের দিন সন্ধ্যায় যদি চিঠি পৌঁছায় আমরা কিভাবে প্রতিবেদন দাখিল করবো। তাছাড়া বোর্ডের সদস্যরা না দিলে আমি কিভাবে কি? আর আমি তো আর বোর্ডের চেয়ারম্যান না বা সদস্য না।

বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবারই মতামত দিয়ে দিয়েছেন। তাদের দায়িত্ব মতামত দেয়া, প্রতিবেদন দেয়া বা না দেয়ার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। খালেদা জিয়া সর্বশেষ অবস্থা কি জানতে চাইলে উপাচার্য বলেন, মতামত তিনি তৈরি করেন না, মেডিকেল বোর্ডের সদস্যরা শারীরিক অবস্থা পর্যালোচনা করে মতামত লিখে দেন। সে মতামতটাই তারা সরাসরি আদালতে পাঠিয়ে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়