শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০১:২৬ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঙ্গলবার খুলনায় আ’লীগের সম্মেলন, শীর্ষ চার পদে পরিবর্তনের আভাস

শরীফা খাতুন, খুলনা প্রতিনিধি: খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার অনুষ্ঠিত হবে । মহানগরীর সার্কিট হাউজ ময়দানে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

দীর্ঘ পাঁচবছর পর অনুষ্ঠিত হচ্ছে ত্রি-বার্ষিক এ সম্মেলন। শেষ মুহূর্তে মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে জোর জল্পনা-কল্পনা। যে প্রতিক্ষার অবসান ঘটবে সম্মেলনের মধ্যদিয়ে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এদিকে, সম্মেলনকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সম্মেলনে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে প্রস্তুত রয়েছে পুলিশ, র‌্যাবসহ অন্যান্য নিরাপত্তা বাহিনী। নিরাপত্তার জন্য এক সপ্তাহ পূর্বে থেকেই সম্মেলন স্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া সম্মেলনের দিন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি জোরদার করা হবে কেএমপির পক্ষ থেকে।

খোঁজ নিয়ে জানা গেছে, খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের শীর্ষ চার পদেই পরিবর্তন আসতে পারে। মহানগরে বর্তমান সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র সেখ সালাউদ্দিন জুয়েল এমপির’র নাম শোনা যাচ্ছে। তবে, সভাপতি পদে পরিবর্তন না হলে সাধারণ সম্পাদক খুলনা-২ আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধু’র ভ্রাতুষ্পুত্র সেখ সালাউদ্দিন জুয়েল আসতে পারেন।

এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, শেখ সৈয়দ আলী, এমডিএ বাবুল রানা, এ্যাডভোকেট মো. সাইফুল ইসলামসহ বেশ কয়েকজনকে নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

অপরদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতা। সভাপতি পদে বর্তমান সভাপতি শেখ হারুনুর রশিদসহ সাবেক মন্ত্রী, ব্যবসায়ীসহ চারজনের নাম উঠে এসেছে। এছাড়া সাধারণ সম্পাদক পদে বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিৎ কুমার অধিকারীসহ অর্ধডজন প্রার্থী মাঠে নেমেছেন। শেষ মুহূর্তে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ ঘিরে ঘটছে নানা মেরুকরণ।

জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, এই সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হতে চান বর্তমান সভাপতি শেখ হারুনুর রশিদ। তিনি বর্তমানে খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান। এছাড়া সভাপতি পদে মাঠে নেমেছেন খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট সোহরাব আলী সানা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এম মুজিবুর রহমান, সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী মন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ, খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আমিনুল হক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট নূরুল হক ।

অপরদিকে সাধারণ সম্পাদক পদ পেতে আগ্রহী বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিৎ কুমার অধিকারী, যুগ্ম সম্পাদক ও তেরখাদা উপজেলার সাবেক চেয়ারম্যান শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অসিত বরণ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাবু এমপি, বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম খান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এস এম মোস্তফা রশিদী সুজার ছোট ভাই জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সরকারি সুন্দরবন কলেজের সাবেক ভিপি এস এম মোর্ত্তজা রশিদী দারা এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাংস্কৃতিক সংগঠক হুমায়ূন কবির ববি।

দলের নগর শাখার দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ ও জেলা শাখার দপ্তর সম্পাদক এ্যাডভোকেট ফরিদ আহম্মেদ জানান, খুলনা সার্কিট হাউজ ময়দানে মহানগর ও জেলা আওয়ামী লীগের সম্মেলনের জন্য নৌকা আকৃতির বিশাল ও সুদৃশ্য পান্ডেল নির্মাণ করা হয়েছে। সম্মেলন ঘিরে এক সপ্তাহ আগে থেকেই মহানগরীসহ জেলার সর্বত্র আওয়ামী লীগের নেতা-কর্মীদের ছবি সম্বলিত তোরণ, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে। সম্মেলন স্থলে শতাধিক মাইক এবং নগর ও জেলার বিভিন্ন স্থানে সহস্রাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। প্রবেশের জন্য মাঠে ৪টি গেট রাখা হয়েছে। সম্মেলন বাস্তবায়নে নগরে ১০ ও জেলায় ১০টি উপ-কমিটি কাজ করছে। কাউন্সিলর ও ডেলিগেটদের জন্য সম্মেলন প্যান্ডেলে ৩০ হাজার চেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে। নগর ও জেলায় ৭৮২জন কাউন্সিলর। এর মধ্যে মানগরীতে ৫৩২জন এবং জেলায় ২৫০জন কাউন্সিলর রয়েছে।

জামজমকপুর্ণ পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে সম্মেলনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন দলের প্রেসিডেয়াম সদস্য পীযূষ কান্তি ভট্রাচার্য।

সম্মেলনে সন্মানিত অতিথি থাকবেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি। বিশেষ অতিথি থাকবেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ ও প্রধানমন্ত্রীর অথনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান। প্রধান বক্তা থাকবেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

বিশেষ বক্তা থাকবেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, সাবেক প্রতিমন্ত্রী ও দলের নির্বাহী সদস্য মির্জা আযম এমপি, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহ উদ্দিন জুয়েল এমপি ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, দলের শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, নির্বাহী সদস্য এসএম কামাল হোসেন ও এ্যাডভোকেট আমিরুল ইসলাম মিলন, শেখ সারহান নাসের তন্ময় এমপি।

স্বাগত বক্তৃতা করবেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক।

সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। পরিচালনায় থাকবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মিজানুর রহমান মিজান ও জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী। বক্তৃতা করবেন পঞ্চানন বিশ্বাস এমপি, নারায়ণ চন্দ্র চন্দ এমপি, মো. আব্দুস সালাম মুর্শেদী, আক্তারুজ্জামান বাবু এমপি ও গ্লোরিয়া ঝর্ণা এমপি।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ নভেম্বর খুলনা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে তালুকদার আব্দুল খালেক সভাপতি ও মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর প্রায় দুই বছর পর ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অপরদিকে, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলনে শেখ হারুনুর রশিদকে সভাপতি ও এসএম মোস্তফা রশিদী সুজা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর নয় মাস পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। গত বছর ১৮ জুলাই চিকিৎসাধীন অবস্থায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা রশিদী সুজা ইন্তেকাল করেন। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়