শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০১৯, ০১:১৯ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৯, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িতরা রাজনীতি করতে পারবেন না বললেন নির্মল রঞ্জন গুহ

সমীরণ রায়: আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব-নির্বাচিত সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে স্বেচ্ছাসেবক লীগকে সাজানো হবে। এখানে মাদক ও সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে জড়িত কেউ স্বেচ্ছাসেবক লীগের রাজনীতি করতে পারবেন না।
রোববার যশোর টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে হানাদারমুক্ত ও বিজয় দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ক্যাসিনো ব্যবসা, টেন্ডারবাজি ও চাঁদাবাজিসহ অনৈতিক কর্মকা-ের সঙ্গে জড়িতরা কমিটিতে স্থান পাবেন না। কারণ ব্যাক্তির চেয়ে দল বড়। কারো অপকর্মের দায় আমরা নেবো না। যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আছে, তা প্রমাণিত হলে তাদেরকে প্রত্যাখ্যান করবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে বিশিষ্ট সংগীত শিল্পী নকুল বিশ্বাস গান পরিবেশন করেন।

এছাড়া বিএনপি-জামায়াতের হাতে খুন হওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মান্নানের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়। পরে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ও জেলা নেতাদের নিয়ে তার কবর জিয়ারত করেন নির্মল রঞ্জন গুহ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। একই সঙ্গে স্থানীয় সংগঠনের কর্মী ও এক কর্মীর অসুস্থ বাবাকে হাসপাতালে দেখে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়