শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০১৯, ১০:৫৭ দুপুর
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০১৯, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখন কৃষককে জমি বিক্রি করে জীবন চালাতে হচ্ছে, বললেন জিএম কাদের

শাহীন খন্দকার : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের অসমাপ্ত কাজ কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে জাতীয় পার্টি। জিএম কাদের বলেন, জাতীয় পার্টি আগামীতে রাষ্ট্রের নেতৃত্ব দিবে জনগণের সমর্থণ নিয়ে। জাতীয় পার্টিতে এক নেতার নির্দেশ মানতে বলেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, ক্ষমতার দিকে দৃষ্টি থাকলে দল দুর্বল হয়। জি এম কাদের বলেন, একতা না থাকলে শক্তিহীন হয়ে যাবে দল। শৃঙ্খলা ধরে রাখতে নেতাকর্মীদের নির্দেশও দেন তিনি।

এসময় জি এম কাদের বলেন, কৃষকদের দেয়া সরকারের ভর্তুকি এবং উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য তারা পাচ্ছে না।তাই যেখানেই কৃষকরা অত্যাচারিত হবে, বঞ্চিত হবে, সেখানেই প্রতিবাদের আহ্বান জানান তিনি। সারাদেশের কৃষক পার্টির নেতা কর্মীদের কন্ঠভোটে জাতীয় কৃষক পাটির সভাপতি ও সাধারণ সম্পাদক সম্মেলনে কৃষক পার্টির সভাপতি সাইদুর রহমান টেপা এবং সাধারণ সম্পাদক হয়েছেন লিয়াকত হোসেন। নবনির্বাচিত কমিটি অনুমোদন দেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট জিএম কাদের এম পি ও মহাসচিব মশিউর রহমান রাঙা এম পি।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা অডিটোরিয়াম মিলনায়তনে জাতীয় কৃষক পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, ৬৮ হাজার গ্রাম বাচঁলে বাংলাদেশ বাঁচবে। গ্রাম বাংলা মানেই কৃষকের বাংলাদেশ।

সারা পৃথিবী যদি আমাদের কোন সহযোগিতা না করে আমাদের কিছুই হবে না। তবে যদি আমার কৃষক খাদ্য উৎপাদন না করে তাহলে না খেয়ে থাকতে হবে। সেই কৃষক আজ অবহেলিত কৃষকের জন্য সরকার ভর্তুকি দিচ্ছেন, কিন্তু আমার কৃষক পাচ্ছেন না। জি এম কাদের বলেন, দেশে যখন কৃষক ধান উৎপাদন করেন তখন ধানের দাম বৃদ্ধি পায় না। আর যখন কৃষক বাজারে কিনতে যায় তখন দাম বৃদ্ধি হয়ে যায়। এখন কৃষককে জমি বিক্রি করে জীবন চালাতে হচ্ছে। সবার বেতন ভাতা বাড়ছে কিন্তু আমার কৃষকের জন্য কিছুই হচ্ছে না। সারা বাংলার কৃষককে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানিয়ে বলেন জাতীয় পার্টি আগামীতে কৃষক জনতার সমর্থণ নিয়ে ক্ষমতায় এলে কৃষকের সরকার হবে জাতীয় পার্টি।

প্রধান বক্তা জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গাঁ এমপি, বলেন, পল্লীবন্ধু এরশাদের হাতে রক্তের দাগ ছিলো না বলেই তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। দূর্নীতিবাজ চাদাবাজ সরকারকে এখন দেশবাসি চায়না। তিনি বলেন দুই দলের একই বিষ নৌকা আর ধানের শীষ। তাই আগামী দিনের মঙ্গল জি এম কাদেরের লাঙ্গল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কৃষক পার্টির সভাপতি ও প্রেসিডেয়াম সদস্য আলহাজ্জ সাহিদুর রহমান টেপা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন পরিচালনা করবেন সাধারন সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার। অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দ আবুল হোসেন বাবলা এমপি প্রেসেডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, হাজী সাইফুদ্দীন আহমেদ মিলন, ফয়সাল চিশতি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়