শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৯, ১০:৪৮ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৯, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবির ৫২ তম সমাবর্তনে ডিজিটাল সুবিধা পাচ্ছেন অধিভুক্ত শিক্ষার্থীরা

আবদুল হাকিম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫২ তম সমাবর্তনে ডিজিটাল প্রযুক্তির সুবিধা পাচ্ছেন অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন নিয়ে আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ তথ্য জানান।

অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা সমাবর্তনের মূল উৎসব থেকে বঞ্চিত হচ্ছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের মূল ভেন্যুতে প্রায় ২১ হাজার শিক্ষার্থীর ধারণক্ষমতা নেই। তাই তাদের ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সমাবর্তনে যোগদান করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনে ৭৯ জন কৃতী শিক্ষিক, গবেষক ও শিক্ষার্থীকে ৯৮টি স্বর্ণপদক প্রদান করা হবে। এছাড়া ৫৭ জনকে পিএইচডি, ৬ জনকে ডিবিএ এবং ১৪ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের সমাবর্তন বক্তা পদার্থ বিজ্ঞানে নোবেল বিজয়ী ও জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের কসমিক রে বিভাগের অধ্যাপক ড. তাকাকি কাজিতাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে মোট ৫১ জনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। সে হিসাবে অধ্যাপক ড. তাকাকি কাজিতাকে ডক্টরেট ডিগ্রি প্রদানের মাধ্যমে এ সংখ্যা দাঁড়াবে ৫২ জন।

সমাবর্তনের দিন সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত টিএসসি ক্রসিং থেকে দোয়েল চত্বর, হাইকোর্ট থেকে দোয়েল চত্বর এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তায় যানবহন চলাচল বন্ধ থাকবে।

সমাবর্তনের দিন শাহবাগ থেকে টিএসসি-দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত মেট্রোরেলের সকল কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

এছাড়া সমাবর্তনে অংশ নেয়া সকল গ্র্যাজুয়েট, অতিথিদের গাড়ি পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়