শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০১:৪২ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুর দিয়াবাড়ী আগুনে পোড়া বস্তি দখলের চেষ্টায় স্থানীয় প্রভাবশালীরা

ইসমাঈল ইমু: রাজধানীর মিরপুর দিয়াবাড়ী এলাকার একটি বস্তিতে অগ্নিকান্ডের সপ্তাহ না পেরোতেই ওই জায়গা দখলে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় প্রভাবশালী মহল।তারা কখনো যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ আবার ছাত্রলীগ নেতাকর্মী পরিচয় দিয়ে অগ্নিকাণ্ডস্থল নিজেদের মত করে জায়গা নির্ধারণ করে রেখেছে।থানা পুলিশের শক্ত অবস্থানের কারণে এখনো দখল করতে পারেনি তারা। তবে রাতের আঁধারে যেকোনে সময় তারা বাঁশ বা টিন দিয়ে ঘেরা দিয়ে জায়গা দখলে নিতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।

শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় এখনো পুড়ে যাওয়া ধ্বংসস্তুপ থেকে ধোঁয়া বেরোচ্ছে। পাশেই পড়ে আছে পোড়া ঝুট ও টিনশেডের তৈরি ঘরের মালামাল। সেখানে ৭টি বড় ঝুটের গুদাম ছিল। এছাড়া বস্তিঘরও ছিল বেশকিছু। গত ১ ডিসেম্বর সন্ধ্যায় আগুন লাগলে ফায়ার সার্ভিস প্রায় ১ ঘন্টার চেষ্টায় তা নিণয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার পরপরই ওই জায়গাটি দখলের চেষ্টা করে আসছে স্থানীয় প্রভাবশালীরা। ইতোমধ্যে তারা বাশ দিয়ে নির্দিষ্ট করে রেখেছে কার দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান কোথায় হবে। আর আশপাশের অক্ষত ঝুটের গুদামগুলোর মালিকদের তাদের কাছে মাসের ভাড়া মিটিয়ে দিতে হুমকি দিচ্ছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, অগিনকান্ডের পর যে যার মত মালামাল সরিয়ে নেয়ার চেষ্টা করেন। রাতে আগুন নিয়ন্ত্রণে আসলেও সকালে দখলদারদের দৌরাত্মে নিরাপত্তাহীন হয়ে পড়েন তারা। যারা দখলে নিতে আসছে তারা সকলেই স্থানীয় সরকার দলীয় লোকজন। তবে সম্প্রতি যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি করার পর নতুন নেতাদের নেতৃত্বে এসব কাÐ চলছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি।

তারা আরো জানান, গত কয়েকদিন ধরে ৫০/৬০ জনের একটি দল সার্বক্ষণিক সেখানে অবস্থান করছেন। পুরনো ব্যবসায়ীরা তাদের গুদামে যেতে পারছেননা। আশপাশের কয়েকটি গুদামে তারা তালা ঝুলিয়ে দিয়েছে। তবে শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে শাহআলী থানা পুলিশ কোনো দখলকারিকে সেখানে ঢুকতে দেয়া হবেনা বলে হুশিয়ারি দেয়। দুপুরের দিকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা তাদের নির্দিষ্ট গুদাম খোঁজার চেষ্টা করতে দেখা গেছে।

এ বিষয়ে শাহআলী থানার পরিদর্শক (অপারেশন) জাহিদুর রহমান বলেন, কোনো দখলদারিত্ব সহ্য করা হবেনা। পোড়া বস্তিতে বাঁশ দিয়ে রাখা প্রসঙ্গে তিনি বলেন, কোনো নেতা বা কর্মী দেখার বিষয় নয়। এখানে যারা আগে ব্যবসা করতো তারাই করবে। আগুনে পুড়ে যাওয়া গুদান আবার গড়ে তোলার জন্য তিনি ব্যবসায়ীদের আহবান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়