শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৯, ১২:৩১ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৯, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের বিকল্প হিসাবে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠা করতে চাই, বললেন জি এম কাদের

শাহীন খন্দকার : জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিএনপি এখন হতাশাগ্রস্ত। তাদের বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সম্মেলনে জিএম কাদের এসব কথা বলেন।

এসময়ে জাপা চেয়ারম্যান বলেন, জাতীয় পার্টি সারা দেশে শক্তি অর্জন করে প্রধান রাজনৈতিক দল হিসাবে অবস্থানে যেতে চায়। সরকারের বিকল্প হিসেবে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠা করতে চাই। জি এম কাদের নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, জাতীয় পার্টির অঙ্গ সংগঠনগুলো দুর্বল হলে মূল সংগঠন দুর্বল হয়ে যাবে। তাই অঙ্গ সংগঠনগুলোকেও আরো শক্তিশালী হতে হবে।

জাতীয় পার্টিকে নিজেরা ধ্বংস না করলে বাইরের কোন শক্তি বা ব্যক্তি ধ্বংস করতে পারবে না উল্লেখ করে কাদের বলেন, গত নির্বাচনে ভরাডুবির কারণ হলো নিজেদের অভ্যন্তরীণ কোন্দল। এই কোন্দল ইতিমধ্যে জাতীয় পার্টি কাটিয়ে উঠেছি। আমরা জনগণের মতামত নিয়ে আগামীতে দেশ পরিচালনা করবো বলেও দাবি করেন।

শনিবার স্বেচ্ছাসেবক পার্টির সম্মেলনে প্রকাশ্য ভোটের মাধ্যমে স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও সাধারণ সম্পাদক পদে বেলাল হোসেন নির্বাচিত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়