শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৬:২৪ সকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফ্রিদি-নবীর রেকর্ড ভেঙ্গে শীর্ষে কোহলি

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচ টি-টোয়েন্টি প্রথম ম্যাচে মাঠে নেমেছিলো ভারত। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে রেকর্ড গড়ে জয় এনে দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি নিজেও গড়েছেন রেকর্ড। টিম ইন্ডিয়াকে ৬ উইকেটে জেতাতে ব্যাট হাতে ৯৪ রান করে ম্যাচসেরা হয়েছেন কোহলি। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১২ বার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতলেন। আর এতে ভেঙ্গে ফেললেন আফগানিস্তানের মোহাম্মদ নবী ও পাকিস্তানের শহিদ আফ্রিদির রেকর্ড।

আফগানিস্তানের মোহাম্মদ নবী ৭৫ ম্যাচ খেলে ১২ বার ম্যাচসেরা হয়েছিলেন। কোহলি দুটি ম্যাচ কম খেলেই নবীকে টপকে যান। ৯৯ ম্যাচ খেলে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ১১ বার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন।

এই ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটিং করে ২০৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ৮ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতে নেয় ভারত। এতেও রেকর্ড গড়ে স্বাগতিকরা। বিশ্বে টি-টোয়েন্টি ফরমেটে কোনো দেশ সর্বোচ্চ ২০০ রান তাড়া করে জিতেছে ভারত।

এছাড়া এদিন ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন কোহলি। ৯৪ রানে অপরাজিত ছিলেন তিনি। যেটি টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার সর্বোচ্চ ইনিংস।

এদিকে, রোহিত শর্মার পর টি-টোয়েন্টিতে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আড়াই হাজার রানের মাইলফলকে নাম লেখান কোহলি। শুধু তাই নয়, রোহিতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কোহলি। ১০২ ম্যাচে রোহিতের রান ২৫৪৭ আর ৭৩ ম্যাচে খেলে কোহলির রান ২৫৪৪। মাত্র ৩ রান দূরে আছেন রোহিতকে টপকাতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়