শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৯:১৯ সকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণ মামলায় যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

যায়যায়দিন : ধর্ষণের মামলায় আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার এক নেতাকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ। তার নাম লুৎফর রহমান হিমু (৩১)। তিনি পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বসবাস করেন ফিলাডেলফিয়ায়।

রোববার পুলিশ তাকে গ্রেপ্তার করে। ১৩ জানুয়ারি কুইন্স ক্রিমিনাল কোর্টে হাজিরার তারিখ দিয়ে স্থানীয় আদালত তাকে সোমবার জামিন (সুপারভাইজ রিলিজ) দিয়েছে বলে জানান ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কমিউনিকেশন্স ডাইরেক্টর ইকিমুলিসা লিভিংস্টন।

মামলার বিবরণে বলা হয়, রোববার ভোর রাতে কুইন্সে ১৪৪-১৫ লিবার্টি অ্যাভিনিউতে অবস্থিত কমফোর্ট ইন হোটেলে ৩৪ বছর বয়সি এক নারীকে ধর্ষণসহ শারীরিক নির্যাতন করেছেন হিমু। পেশায় ব্যাংক কর্মকর্তা ওই নারী দুই সন্তানের মা।

তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে হিমু বলেন, 'সে আমার বেস্ট ফ্রেন্ড। তার সঙ্গে আমার সম্পর্কের কথা ওর পরিবারের সবাই জানে। ফিলাডেলফিয়ায় আমার বাসায়ও গেছে সে। তার দুই সন্তানের সঙ্গেও আমার সুন্দর সম্পর্ক। সে ব্যাংকে চাকরি করলেও মাঝে মধ্যেই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন অথবা অর্গানাইজারের দায়িত্ব পালন করেন। আমি ফ্যাশন ডিজাইনার হিসেবে তার সঙ্গে মধুর সম্পর্ক তৈরি হয়েছে।'

এদিকে পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু তাহের বলেন, হিমু কখনোই আওয়ামী লীগ কিংবা যুবলীগের কর্মী-সংগঠক ছিলেন না। তাকে আমরা সাংগঠনিক সম্পাদক পদ দিতে বাধ্য হয়েছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের নির্দেশে।

পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য যুবলীগের সভাপতি আলিমউদ্দিনও একই অভিযোগ করলে অভিযোগ সম্পর্কে সিদ্দিকুর রহমান বলেন, হিমু পেনসিলভেনিয়া স্টেট কমিটির সাংগঠনিক সম্পাদক। তার ব্যাপারে আমি কিছুই জানি না। সেটি ওই স্টেটের কর্মকর্তাদের ব্যাপার।

পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু তাহের জানান, কার্যকরী কমিটির বৈঠকে হিমু প্রসঙ্গ উত্থাপিত হবে। স্বেচ্ছায় সে পদত্যাগ না করলে আমরা তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়