শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৬:২০ সকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলকে গোলান মালভূমির দখল ছেড়ে দিতে বললো জাতিসংঘ

সাইফুর রহমান : জাতিসংঘ সাধারণ পরিষদের এক প্রস্তাবে দেশটিকে দখলকৃত পুরো এলাকা ত্যাগ করতে বলা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েল বিষয়ে আরো চারটি পদক্ষেপ অনুমোদন পেলেও আইনগতভাবে এসব প্রস্তাব মানতে বাধ্য নয় ইসরায়েল। তবে এর ফলে ইসরায়েলি দখলদারিত্ব ও অবৈধ বসতি নির্মাণের বিরুদ্ধে আন্তর্জাতিক বিরোধিতা জোরালো হতে পারে বলে জানিয়েছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। মিডলইস্ট মনিটর

সম্প্রতি সাধারণ পরিষদে সিরিয়ার গোলান মালভূমি নিয়ে উত্থাপিত প্রস্তাবের পক্ষে ৯১টি দেশ ও বিপক্ষে যুক্তরাষ্ট্রসহ ৯টি দেশ ভোট দেয়। তবে ৬৫টি দেশ ভোট প্রদান থেকে বিরত থাকে। এছাড়াও মঙ্গলবার ইসরায়েল সংক্রান্ত আরো চারটি পদক্ষেপ গ্রহণ করেছে সাধারণ পরিষদ। এর একটিতে ইসরায়েলকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমসহ দখলকৃত ফিলিস্তিনি ভ‚মির প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও সংরক্ষণের আহŸান জানানো হয়েছে। আরেকটিতে ইসরায়েলকে অবৈধ বসতি নির্মাণ থেকে বিরত থাকতে বলা হয়েছে। আরেক পদক্ষেপে ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের বিভিন্ন দপ্তরের কাজের স্বীকৃতি দেয় সাধারণ পরিষদ। এছাড়া সর্বশেষ পদক্ষেপে ফিলিস্তিন সংশ্লিষ্ট তথ্য ও এবিষয়ে জাতিসংঘের সিদ্ধান্ত বিস্তৃভাবে ছড়িয়ে দিতে বিশেষ কর্মস‚চি চালিয়ে যাওয়ারও অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, ১৯৬৭ সালের জুনে আরব-ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়ার মালিকানাধীন গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। এর ফলে ওই অঞ্চল থেকে সিরিয়ার আরব বাসিন্দাদের বেশিরভাগই পালিয়ে যায়। ১৯৭৩ সালে এটি পুনর্দখলের চেষ্টা করেও ব্যর্থ হয় সিরিয়া। ইসরায়েল ১৯৮১ সালের ৪ ডিসেম্বর একতরফাভাবে ওই এলাকাকে নিজেদের অংশ বলে ঘোষণা দিলেও আন্তর্জাতিক স¤প্রদায়ের সমর্থন পায় নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়