শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৪:৫৫ সকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংবাদপত্র কার্যালয় অবরোধের প্রতিবাদে পাকিস্তানে সাংবাদিকদের বিক্ষোভ

সাইফুর রহমান : গত সপ্তাহের মাঝামাঝিতে একদল বিক্ষুদ্ধ লোকের পাকিস্তানি সংবাদপত্র ডনের কার্যালয় অবরোধের জেরে বৃহস্পতিবার এর বিরুদ্ধে বিক্ষোভ করে পাকিস্তানি সাংবাদিকরা। সম্প্রতি লন্ডনব্রিজ হামলায় হামলাকারি পাকিস্তানি বংশোদ্ভূত বলে সংবাদ প্রকাশ করায় সোমবার একদল অজ্ঞাত বিক্ষোভকারী ডনের কার্যালয় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় তারা পত্রিকা কর্তৃপক্ষের বিরুদ্ধে ¯েøাগান দেয়। এছাড়াও কয়েক ঘন্টা ধরে কার্যালয়ের কর্মীদের ভেতরে অবরুদ্ধ রেখে বাইরে থেকেও কাউকে ভেতরে ঢুকতে দেয় নি তারা। মঙ্গলবার বিক্ষোভকারীরা করাচি প্রেসক্লাবের সামনেও ডনের বিরুদ্ধে বিক্ষোভ করে। এসময় তারা পত্রিকাগুলো মিথ্যা সংবাদ প্রচার করছে দাবি করে বিভিন্ন মিডয়া গ্রæপের কার্যালয় অবরোধ করবে বলেও হুমকি দেয়। ইয়ন, দি ডন

বিক্ষোভকারীদের এধরনের কর্মসূচির নিন্দা জানিয়ে বৃহস্পতিবার দেশটির সাংবাদিকরা রাজধানী ইসলামাবাদ, করাচি, লাহোর এবং কোয়েটায় বিক্ষোভ করে। করাচিতে বিক্ষোভে অংশ নিয়ে দি ডনের সম্পাদক জাফর আব্বাস বলেন, একে একে সব গণমাধ্যমকে অবরুদ্ধ করার চেষ্টা চলছে। এসময় তিনি সব গণমাধ্যমকে একতাবদ্ধ হওয়ার আহŸান জানান। তিনি বলেন, যখন জিও আক্রান্ত হলো তখন আমরা চুপ থাকলাম। যখন ডন আক্রান্ত হলো তখনো আমাদের অনেকেই চুপ করে থাকলেন। পত্রিকার প্রকাশনা এবং বিতরন বন্ধ করে দিয়ে অনেকেই ফায়দা লুটতে চায় বলেও দাবি করেন তিনি। এর আগেও কয়েকটি শহরে ডনের সার্কুলেশন বন্ধ হয়েছিল বলেও দাবি করেন তিনি। দেশটির অন্যান্য পত্রিকার মালিক এবং সম্পাদকদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, এমন পরিস্থিতিতে আপনাদেরও পড়তে হতে পারে। এ থেকে উত্তরণে দেশটির সব গণমাধ্যমকে একত্রিত হয়ে এই চক্রকে রুখে দেয়ার আহŸানও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়