শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৪:৫৫ সকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংবাদপত্র কার্যালয় অবরোধের প্রতিবাদে পাকিস্তানে সাংবাদিকদের বিক্ষোভ

সাইফুর রহমান : গত সপ্তাহের মাঝামাঝিতে একদল বিক্ষুদ্ধ লোকের পাকিস্তানি সংবাদপত্র ডনের কার্যালয় অবরোধের জেরে বৃহস্পতিবার এর বিরুদ্ধে বিক্ষোভ করে পাকিস্তানি সাংবাদিকরা। সম্প্রতি লন্ডনব্রিজ হামলায় হামলাকারি পাকিস্তানি বংশোদ্ভূত বলে সংবাদ প্রকাশ করায় সোমবার একদল অজ্ঞাত বিক্ষোভকারী ডনের কার্যালয় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় তারা পত্রিকা কর্তৃপক্ষের বিরুদ্ধে ¯েøাগান দেয়। এছাড়াও কয়েক ঘন্টা ধরে কার্যালয়ের কর্মীদের ভেতরে অবরুদ্ধ রেখে বাইরে থেকেও কাউকে ভেতরে ঢুকতে দেয় নি তারা। মঙ্গলবার বিক্ষোভকারীরা করাচি প্রেসক্লাবের সামনেও ডনের বিরুদ্ধে বিক্ষোভ করে। এসময় তারা পত্রিকাগুলো মিথ্যা সংবাদ প্রচার করছে দাবি করে বিভিন্ন মিডয়া গ্রæপের কার্যালয় অবরোধ করবে বলেও হুমকি দেয়। ইয়ন, দি ডন

বিক্ষোভকারীদের এধরনের কর্মসূচির নিন্দা জানিয়ে বৃহস্পতিবার দেশটির সাংবাদিকরা রাজধানী ইসলামাবাদ, করাচি, লাহোর এবং কোয়েটায় বিক্ষোভ করে। করাচিতে বিক্ষোভে অংশ নিয়ে দি ডনের সম্পাদক জাফর আব্বাস বলেন, একে একে সব গণমাধ্যমকে অবরুদ্ধ করার চেষ্টা চলছে। এসময় তিনি সব গণমাধ্যমকে একতাবদ্ধ হওয়ার আহŸান জানান। তিনি বলেন, যখন জিও আক্রান্ত হলো তখন আমরা চুপ থাকলাম। যখন ডন আক্রান্ত হলো তখনো আমাদের অনেকেই চুপ করে থাকলেন। পত্রিকার প্রকাশনা এবং বিতরন বন্ধ করে দিয়ে অনেকেই ফায়দা লুটতে চায় বলেও দাবি করেন তিনি। এর আগেও কয়েকটি শহরে ডনের সার্কুলেশন বন্ধ হয়েছিল বলেও দাবি করেন তিনি। দেশটির অন্যান্য পত্রিকার মালিক এবং সম্পাদকদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, এমন পরিস্থিতিতে আপনাদেরও পড়তে হতে পারে। এ থেকে উত্তরণে দেশটির সব গণমাধ্যমকে একত্রিত হয়ে এই চক্রকে রুখে দেয়ার আহŸানও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়