শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৯, ১০:০৬ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৯, ১০:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুশীলন ম্যাচ চলাকালীন মাঠেই স্ট্রোক করে মারা গেলেন ভারতীয় তরুণ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট মাঠে মৃত্যুর ঘটনার মতো দুর্বিষহ ঘটনা আবারও ঘটলো। তবে এবার ভারতে।মাঠে স্ট্রোক করে মারা গেছেন ভারতের আগরতলার অনূর্ধ্ব ২৩ দলের ক্রিকেটার মিঠুন দেবভার্মা। মঙ্গলবার ত্রিপুরার আগরতলায় মহারাজা বীর বিক্রম ক্রিকেট স্টেডিয়ামে অনুর্ধ্ব-২৩ দলের অনুশীলন ম্যাচ চলছিল। ম্যাচের মাঝেই হঠাৎ মাঠে পড়ে যান মিঠুন। তড়িঘড়ি তাকে স্থানীয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এই মর্মান্তিক ঘটনায় ত্রিপুরার ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ক্রিকেট মাঠে মৃত্যু অবশ্য এই প্রথম নয়। বাংলাদেশের ঘরোয়া লিগে ভারতীয় ক্রিকেটার রমন লাম্বা থেকে শুরু করে অস্ট্রেলিয়ার ফিল হিউজ, বিহারের তরুণ ক্রিকেটার থেকে কলকাতা ময়দানের তরুণ খেলোয়ারের মৃত্যু- বারবার ক্রিকেট মাঠের সবুজ ঘাসে নেমে এসেছে শোকের ছায়া। এবার সেই তালিকায় নতুন সংযোজন মিঠুন দেবভার্মা। এসব মৃত্যু ঠেকাতে ক্রিকেটারদের স্বাস্থ্যের ওপর নজর রাখতে বোর্ডগুলোকে কড়া নির্দেশনা দিয়েছে আইসিসি।

সাম্প্রতিক সময়ে কলকাতার ময়দানের ক্রিকেট মাঠে এভাবেই মৃত্যু হয়েছিল সনু যাদব নামের এক ক্রিকেটারের। বালীগঞ্জ স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার ছিলেন সনু। সেদিন ময়দানের বাটা স্পোর্টস গ্রাউন্ডে বালীগঞ্জ স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় ডিভিশনের খেলোয়াররা নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলছিল। ব্যাটিং করার পরপরই অসুস্থ বোধ করেন সনু। কিছুক্ষণের জন্য আবার সুস্থও হন। কিন্তু তারপরই আবার জ্ঞান হারিয়ে ফেলেন। তখন তাকে হাসপাতালে নেওয়া হলে তার আগেই সনুর মৃত্যু হয় বলে ঘোষণা দেন ডাক্তাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়