শিরোনাম

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০৮:৫৬ সকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৃহহীন মানুষের সংখ্যা বাড়ছে জার্মানিতে

সাবিহা জামান: ইউরোপের অন্যতম ধনী দেশ জার্মানিতে অন্তত ৩ লাখ ১৩ হাজার মানুষের নিজের ঘর নেই। এই সংখ্যা সর্বোচ্চ পাঁচ লাখ ৪২ হাজার পর্যন্তও হতে পারে। জার্মান ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস (ডিআইএমআর)-এর বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ডয়েচে ভেলে

সংস্থাটি জানিয়েছে, সংজ্ঞাগত পার্থক্যের কারণে গৃহহীনদের নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা কঠিন।

গৃহহীনদের চাপ সবচেয়ে প্রকট জার্মানির রাজধানী বার্লিনে। ২০১৪ থেকে ২০১৬ সালে তাদের সংখ্যা সেখানে তিনগুণ বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৮টি ফেডারেল রাজ্যে গৃহহীনদের সংখ্যা গণনা করা হয় না এবং জাতীয়ভাবে এই বিষয়ে কোনো পরিসংখ্যান রাখা হচ্ছে না।

প্রতিবেদনে বলা হয়েছে, যেসব কারণে মানুষ গৃহহীন থাকছে সেই কারণগুলো নিরসনেও কোনো মনযোগ দেয়া হচ্ছে না। মাদকাসক্তি, মানসিক কিংবা শারীরিক সমস্যার চিকিৎসায় নেই পর্যাপ্ত উদ্যোগ বা সুবিধা।
গৃহহীনদের আবাসনের জন্য একটি জাতীয় মানদণ্ড তৈরি করে দেয়া না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। সম্পাদনা:রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়