শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০৫:৪৮ সকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০৫:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউকে-বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

লন্ডন প্রতিনিধিঃ যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশী পেশাদার সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সংগঠন ইউকে বাংলা প্রেস ক্লাবের চতুর্থ সাধারন সভা ও নির্বাচন ৫ই ডিসেম্বর বৃহস্পতিবার রাতে পুর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ একটি হলে অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি ও নির্বাচন প্রস্তুতি কমিটির আহবায়ক রেজা আহমদ ফয়সল চৌধুরী শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কে এম আবু তাহের চৌধুরী।

সাধারন সভা শেষে দ্বিতীয় অধিবেশনে ক্লাবের নির্বাচন প্রস্তুতি কমিটির সকল সদস্য ও সাধারন সদস্যবৃন্দের সর্ব সম্মতিক্রমে সভাপতি পদে কে এম আবু তাহের চৌধুরী ( উপদেষ্টা সম্পাদক ,লন্ডন বিডিনিউজ২৪.কম),সাধারণ সম্পাদক পদে মুনজের আহমদ চৌধুরী ( বাংলা ট্রিবিউন) ও ট্রেজারার পদে সাইদুল ইসলাম ( আমাদের নতুন সময় ও আমাদের অর্থনীতি) নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনার রেজা আহমদ ফয়সল চৌধুরী সোয়েব ও অপর দুই নির্বাচন কমিশনার সলিসিটর বিপ্লব কুমার পোদ্দার ও ব্যারিষ্টার আব্দুশ শহীদ তিনটি পদে বিজয়ীদের নাম ঘোষনা করেন। আগামী ১৯ শে ডিসেম্বর নব নির্বাচিত সভাপতি সাধারন সম্পাদক ও ট্রেজারার সংগঠনের প্রথম সভার তারিখ ঘোষনা করেন।এ সভায় অন্যান্য পদে দায়িত্ব বন্টন করা হবে।

সাধারন সভায় বক্তব্য রাখেন ক্লাবের অন্যতম প্রতিষ্টাতা ও বাংলা সংলাপ সম্পাদক মশাহিদ আলী ,সময় টিভির লন্ডন প্রতিনিধি সোয়েব কবীর, দৈনিক জাগরনের লন্ডন প্রতিনিধি আব্দুর রশীদ,বাংলাভাষীর বিশেষ প্রতিনিধি ফখরুল ইসলাম খছরু,ডেইলী মেট্রোর আনাস চৌধুরী, ডেইলী সানের ওসমান মিয়া, খান জামাল নুরুল ইসলাম আফসর উদ্দীন,তায়েদুল ইসলাম(একুশে জার্নাল ), সৈয়দা নাসিম কুইনপ্রমুখ।

নব নির্বাচিত সভাপতি তার বক্তব্যে বৃটেনের সকল সাংবাদিক, সাংবাদিক সংগঠনকে সম্পৃক্ত করে সাংবাদিকদের স্বার্থরক্ষাও পেশাগত মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য -২০১২ সালে ইউকে-বাংলা প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়।সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়