শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০৭:২৪ সকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোট দেয়ার অধিকার প্রতিষ্ঠা করতে না পারলে নানা ধরনের প্রলাপ নাগরিকদের সহ্য করতে হবে

 

ফিরোজ আহমেদ : জনগণের ভোগান্তি দূর করার দায়িত্বে থাকা লোকজন যখন দুর্নীতির পৃষ্ঠপোষক হয়, একরকম ক্রোধ হয়। আর তারা যখন এই পৃষ্ঠপোষকতার সাফাই গায় আজগুবি সব যুক্তি দিয়ে, সত্যি যে অনুভূতিটা হয়, সেটা এখানে লেখা সম্ভব নয়। যেমন : প্রথম মন্তব্যের ঘরে দেয়া প্রতিবেদনে তোফায়েল আহমেদের মতামত দেখুন, পেঁয়াজের দাম বিষয়ে এবং টিপু মুনশির বক্তব্যও দেখুন, পেঁয়াজের সংকট কাটানো বিষয়ে। তোফায়েল সাহেবের মতো প্রবীণ একজন যদি এমন মত দেন যে, ‘পণ্যের দাম বাড়লেও দোষ, কমলেও দোষ। বাড়লে লেখালেখি হয়। আর কমলে লেখা হয় কৃষক দাম পাচ্ছেন না।

’ তোফায়েল আহমেদের মতো এই বয়োবৃদ্ধ মানুষটাকে আর কবে কেউ বোঝাবে যে, বেশি এবং কমের বাইরে আর একটা বিষয় আছে, সেটাকে বলে ভারসাম্য। যেটাতে কৃষক লাভবান হবে, কিন্তু মানুষও ন্যায্য দামে পণ্যটা কিনবে এবং বর্তমান আকাশছোঁয়া দামের বছরে কৃষক কেজিপ্রতি পেঁয়াজ ২০ টাকারও কম দামে বিক্রি করেছিলো। ওদিকে মন্ত্রীজিরও একই কথা, দেশে উৎপাদন বৃদ্ধিই সংকটের একমাত্র সমাধান। অথচ ওদিকে সরকারি হিসাবই বলছে, চাহিদার প্রায় পুরোটা দেশে উৎপাদিত হয়েছে। তাহলে এসব হাস্যকর দায়িত্ব পালনের দক্ষতার জন্য জনগণ তাদের বেতন দেয় এবং সব সমস্যার সমাধান হলো শীত আসলে আর জলাবদ্ধতা থাকবে না। বর্ষা এলে আর ধুলা থাকবে না। পুরো খবরটা যদি পড়েন, দেখবেন এই পুরো মূল্য বৃদ্ধির কারবারে তারা আসলেই ক্ষতিকর কিছু দেখতে পাননি। ঠিক এই মানসিকতার বাড়াবাড়িই ডেকে এনেছিলো ৭৪-এর একটা ভয়াবহ দুর্ভিক্ষ। ভোট দেয়ার অধিকার প্রতিষ্ঠা না করতে পারলে এ ধরনের প্রলাপই নাগরিকদের সহ্য করতে হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়