শিরোনাম
◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০২:৫১ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পকে নিয়ে মজা করার কথা স্বীকার করলেন ট্রুডো, ট্রাম্প বলছেন ন্যাটো সম্মেলনে প্রচুর সম্মান পেয়েছেন

আসিফুজ্জামান পৃথিল : ট্রুডোকে দুমুখো বলে নির্ধারিত সময়ের আগেই ন্যাটো সম্মেলন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ বরিস জনসন ও ইমানুয়েল ম্যাঁক্রোকে নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টির ট্রুডো ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তামাশা করেছিলেন। একদিন পর এই মজা করার কথা স্বীকার করে নিয়েছেন ট্রুডো। বিবিসি, সিএনএন, ডেইল মেইল

এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, ‘গত রাতে আমার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে স্বাক্ষাতের কথা ছিলো। কিন্তু এর আগে আমার নাম উল্লেখ করে তিনি কিছু কথা বলেন। আমি সেখানে ছিলাম না। সেজন্যে আমি আনন্দিত।’ এছাড়াও ন্যাটো সম্মেলনের পর নিজের নির্ধারিত সংবাদ সম্মেলনও বাতিল করে দেন ট্রাম্প। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে বিশ্বনেতারা সবাই ট্রাম্পকে নকল করে তাকে নিয়ে হাসাহাসি করছেন। মঙ্গলবার বাকিংহাম প্যালেসের এক অভ্যর্থনা অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। এই ভিডিওতে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, কারাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আর ডাচ প্রধানমন্ত্রী মার্ক র্যুটে। এছাড়াও ছিলেন প্রিন্সেস অ্যানি। ২৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় ম্যাঁক্রো দেরিতে আসায় জনসন বলছেন, তোমার দেরী হলো কেনো? এর জবাবে ট্রুডো বলেন, তিনি মনে হয় ৪০ মিনিট ধরে সংবাদ সম্মেলন করছিলেন! এই ভিডিওতে ট্রাম্পের নাম উল্লেখ না করা হলেও, বিশ^নেতাদের ইঙ্গিত ছিলো ট্রাম্পের দীর্ঘসময় ধরে সংবাদ সম্মেলনের প্রতি। এক পর্যায়ে ট্রুডো বলেন, ‘তোমরা দেখেছ, ম্যাঁক্রোর ব্যাপারে তিনি যখন কথা বলছিলেন, তার দলের লোকদের চোয়াল মাটির সঙ্গে ঘষা খাচ্ছিলো।’

এদিকে লন্ডন থেকে যুক্তরাষ্ট্র ফিরে নিজের সফরকে সফল দাবি করেছেন ট্রাম্প। তিনি দাবি করেন, এই সফরে বিশ্ব নেতাদের কাছ থেকে তিনি বিশাল শ্রদ্ধা আদায় করে নিয়েছেন। এছাড়াও গণমাদ্যমের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘ফেক নিউজের গণমাধ্যমগুলো আমার অত্যন্ত সফল এই সফরকে কলঙ্কিত করার চেষ্টা করছে। আমার ন্যাটো নেতাদের সঙ্গে দেখা হয়েছে। আমার আচরণে তারা অত্যন্ত খুশি হয়েছেন। আমার ও যুক্তরাষ্ট্রের প্রতি তাদের শ্রদ্ধা বেড়ে গেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়