শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০২:০৪ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে স্বর্ণ-নগদ টাকাসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

সুজন কৈরী : রাজধানীর বংশাল এলাকায় ছিনতাইয়ের ঘটনায় চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- হারেজুল ইসলাম, মো. বাবু, মো. জাকির ও আবুল হোসেন। তাদের থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন, নগদ ৫৪ হাজার টাকা ও এক জোড়া স্বর্ণের বালা উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে ছিনতাইয়ে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।

বংশাল থানার ওসি মো. শাহীন ফকির বলেন, গত ১৩ নভেম্বর ভোর সোয়া পাঁচটায় গুলিস্তানে স্টেডিয়ামের ১নম্বর গেটে বাস থেকে একজন নারী নামেন। তার মেয়ে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মেয়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করে গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসেন। ঘটনার দিন সকালে তিনি রিক্সা যোগে মিটফোর্ড হাসপাতালে যাচ্ছিলেন। পথে মালিটোলা রোডে তাদের রিক্সার গতিরোধ করে একটি সিএনজিতে থাকা ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ ৫৪ হাজার টাকা, এক ভরি ওজনের ২টি স্বর্ণের বালা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় তিনি ১৮ নভেম্বর বংশাল থানায় মামলা করেন। পরে মামলাটি তদন্তকালে ২ ডিসেম্বর ভোরে মানিকগঞ্জের হরিরামপুরে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোবাইলসহ হারেজুলকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যে বুধবার রাতে রাজধানীর কদমতলীর জাপানি বাজার এলাকা থেকে ছিনতাইয়ের ৫০ হাজার টাকাসহ প্রধান অভিযুক্ত মো. বাবুকে গ্রেপ্তার করা হয়। এরপর বাবুর দেয়া তথ্যে একইদিন রাতে জুরাইন বাসস্ট্যান্ড থেকে সিএনজি ও নগদ ৪ হাজার টাকাসহ মো. জাকিরকে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, গ্রেপ্তারকৃতরা ছিনতাইকৃত স্বর্ণালংকার তাঁতীবাজারের আবুল হোসেনের কাছে বিক্রি করতো। এমন তথ্য জানার পর অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে তাঁতীবাজার থেকে ছিনতাই হওয়া ১ জোড়া স্বর্ণের বালা আবুলকে গ্রেপ্তার করা হয়।

ওসি শাহীন ফকির বলে বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্র। তাদের বিরুদ্ধে মতিঝিল ও যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়