শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০১:৪১ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্দোলন সংগ্রামে ত্যাগী নেতাকর্মীদের দলে জায়গা করে দিতে হবে, বললেন মফিজুর রহমান

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন দলভারী করার জন্য খারাপ লোকদের দলে ভেড়ানো যাবে না। বসন্তের কোকিল আমরা চাই না, আমরা চাই দুঃসময়ের ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে। আন্দোলন সংগ্রামের ত্যাগী নেতাকর্মীদের জায়গা করে দিতে হবে, বুধবার সন্ধ্যায় নগরীর জেলা শিশু একাডেমীর উন্মুক্ত মঞ্চে ১৯৯৭ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ সম্মুখে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার উপস্থিতিতে ছাত্রদল ও ছাত্রশিবিরের সশস্ত্র ক্যাডারের তাণ্ডবে গুলিবিদ্ধ হয়ে শাহাদাৎ বরণকারী পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা শহীদ মাহফুজুর রহমানের ২২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আন্দোলন সংগ্রামের অনেক ত্যাগী নেতাকর্মী কমিটিতে জায়গা পাননি। তাদের জায়গা করে দিতে হবে। কর্মীদের কোণঠাসা করে আওয়ামী লীগ বাঁচবে না। বাংলাদেশের গত ৪৪ বছর সময়ে সবচেয়ে সৎ, দক্ষ ও সাহসী রাজনীতিক নেত্রীর নাম শেখ হাসিনা। সারাবিশ্বে দুজন সেরা প্রধানমন্ত্রীর একজন হচ্ছেন শেখ হাসিনা এবং দশজন প্রভাবশালী নেতার একজন শেখ হাসিনা।

শহীদ মাহফুজ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াহিদুল আলম শিমুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফিকুর রহমান তাপস, নগর ছাত্রলীগ সহ সভাপতি রাশেদুল করিম, নাছির উদ্দিন কুতুবীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবদুল কাদের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, আওয়ামী লীগ নেতা ও চসিক কাউন্সিলর মো: গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস, রফিউল হায়দার রফি, শহিদুল আলম মিন্টু, চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, অবিনাশী’৭১ এর সাধারণ সম্পাদক পারভেজ মান্নান, মেহরাজ তাহসিন শফি, মিনহাজ উদ্দিন, স্বাশ্বত চৌধুরী লিটু, জুলখার নাইন সুমন, ভাস্কর চৌধুরী, নগর যুবলীগ সদস্য এড. আরশাদ হোসেন আসাদ, দিদারুল আলম দিদার, আবদুর রহিম, প্রমুখ। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়